প্রতিবেদন: সৌরভ ও প্রচেতা, সম্পাদনা: সৈকত
মণিপুরের ঘটনায় সরব নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। শুধু বিজেপি সরকারের সমালোচনাই নয়, আরও একধাপ এগিয়ে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায় নেওয়ার কথাও বললেন এই বাঙালি ইতিহাসবিদ। আনন্দবাজার অনলাইনকে দেওয়া প্রতিক্রিয়ায় নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, “সভ্যতার ইতিহাসে জঘন্যতম ঘটনাগুলোর মধ্যে এটি একটি। এই ঘটনা এত দিন চেপেই বা থাকল কী করে। নিশ্চয়ই ভয়ের কারণেই তা জনসমক্ষে নিয়ে আসা হয়নি। আমি বিশ্বাসই করি না, এমন একটা ঘটনার কথা কেন্দ্রের সরকার জানত না। আমেরিকা, ব্রিটেন ঘুরে এসে নরেন্দ্র মোদী একটা বয়ান দিলেন, তারপর চার-পাঁচটা লোককে গ্রেফতার করা হল। কিন্তু শাস্তি দেওয়ার ফতোয়া দিয়েই কি ব্যাপারটা শেষ হয়ে গেল? যেখানে ঘটনাটা ঘটল, তারা দায় নেবেন না? পশ্চিমবঙ্গে একটা কিছু ঘটলে পঞ্চাশটা মহিলা কমিশন চলে আসে। মণিপুরে কী হচ্ছে? যা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়।” নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনায় সঙ্কোচবোধ করছেন, তাই সংসদের ভিতরে এসে বয়ান দিচ্ছেন না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy