সতীপীঠগুলির মধ্যে অন্যতম পীঠ নলাটেশ্বরী। বীরভূমের নলহাটিতে রয়েছে এই মন্দির। দেবী এখানে ‘কালিকা’ রূপে পূজিত। কথিত, সতীর কন্ঠনালী পড়েছিল এখানে। কালীপুজোর সকালে বিগ্রহকে স্নান করিয়ে ফুল-মালায় সাজিয়ে মঙ্গলারতি হয়। দুপুরে পাঁচ রকম ভাঁজা দিয়ে ভোগ দেওয়া হয়। কালীপুজোর রাতে হয় বিশেষ পুজো। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন পুজো দিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy