Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2024

ইদের নমাজ থেকে ফেরার পথেও ধোঁয়া দেখলেন রচনা, উচ্ছে-টম্যাটোর দরদামে ভোটের প্রচার লকেটের

ফের ধোঁয়া-বিতর্কে জড়ালেন হুগলির দুই প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।

সম্পাদনা: শীর্ষেন্দু

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৪:৫৮
Share: Save:

ইদ বলে কি ভোট প্রচার বন্ধ থাকবে! বরং ভোটপ্রার্থীদের কাছে ইদের নমাজ জনসংযোগের সুবর্ণ সুযোগ। হুগলির পাণ্ডুয়ার কলবাজারে জিটি রোডের উপর অবস্থিত মারকাস মসজিদ। বছরের পর বছর ধরে ইদের নমাজের আয়োজন হয় মারকাস মসজিদের সামনের জিটি রোডে। ইদের সকালে সেখানে হাজির হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পাণ্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। ছিলেন পশ্চিমবঙ্গ হজ কমিটির সদস্য হাজি মহম্মদ কামরুল হুদা। এ দিন ফের ধোঁয়ার আলোচনা শোনা গেল রচনার মুখে। দূরের ধোঁয়া বার হওয়া চিমনি দেখিয়ে তাঁর প্রশ্ন, “এই বার কী বলবেন সবাই!” রচনার দাবি, চালকল হোক বা অ্যামাজ়ন-ফ্লিপকার্টের গোডাউন— “শিল্প তো আছেই!” অন্য দিকে, পদ্মফুলে ভোট দেওয়ার অনুরোধ নিয়ে ব্যান্ডেলের সবজি বাজারে হাজির রচনার প্রতিদ্বন্দ্বী। উচ্ছে-টম্যাটো-কাঁচালঙ্কা কেনার ফাঁকেই চলল প্রচার। রচনার ধোঁয়া-দর্শনকে কটাক্ষ করতে গিয়ে বন্ধ পড়ে থাকা ডানলপ কারখানার প্রসঙ্গ তুলছেন লকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE