প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে করা কটূক্তিকে ঘিরে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সহকর্মীদের হাতে জাত পরিচয়ের জন্য নিগৃহীত হয়েছিলেন এক শিক্ষাকর্মী। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। পরিবারের নিশ্চিন্তির আশ্রয় ছেড়ে অচেনা শহরের হস্টেল, মেস বা ভাড়া বাড়িতে তাঁদের দিন যাপন। নিজেদের আদিবাসী পরিচয়ের জন্য বৈষম্যের সম্মুখীন হন? কতটা আপন করে নেন এই ‘আলোকপ্রাপ্ত’ শহরের বাসিন্দারা? আনন্দবাজার অনলাইন এ সব প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক আদিবাসী পড়ুয়াদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy