Advertisement
১৭ জুন ২০২৪
Spot The Difference

দুটি ছবির মধ্যে লুকিয়ে খুব সুক্ষ্ম তিনটি পার্থক্য, দেখুন তো ২০ সেকেন্ডে খুঁজে পান কি না

পার্থক্য খুঁজে বের করার সময় মাত্র ২০ সেকেন্ড। ফলে পরীক্ষা দিতে আগ্রহীরা ফোনে টাইমার অন করে বসে পড়ুন পরীক্ষা দিতে।

—ছবি : সংগৃহীত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ২৩:৩০
Share: Save:

চোখের ধাঁধার এই পরীক্ষা সহজ আবার কঠিনও। পাশাপাশি দুটো একইরকম দেখতে ছবি থেকে বেছে নিতে হবে পার্থক্য। এই ছবিতে এমন তিনটি পার্থক্য রয়েছে। তবে সেই পার্থক্য খুঁজে বের করার সময় মাত্র ২০ সেকেন্ড। ফলে পরীক্ষা দিতে আগ্রহীরা ফোনে টাইমার অন করে বসে পড়ুন পরীক্ষা দিতে।

ছবিটি এক বালকের। সে জলের কলের দিকে সামান্য ঝুঁকে দাঁড়িয়ে আছে কল থেকে কিছুটা দূরে। কারণ সামনে রাখা একটি জলের বালতি। তাতে জল ভরা হচ্ছে। বালতিটি পেরিয়ে কলের কাছে পৌঁছাতে তাকে কিছুটা কসরৎ করতে হয়েছে। তার হাত দুটি শরীরের সঙ্গে সমান্তরাল কোণে ছড়ানো আছে পিছন দিকে। সম্ভবত শরীরের টাল সামলানোর জন্য।

ছেলেটির পরনে হাতা গোটানো সবুজ শার্ট। সঙ্গে খাকি হাফ প্যান্ট। পায়ে সাদা মোজা ও জুতো। মাথার চুল লালচে খয়েরি রঙের। এই ছবি থেকেই তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।

কি এর মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছেন তিন পার্থক্য? তবে আপনি জিনিয়াস। না পেলে সমাধানে দেখে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Puzzle Puzzle Mystery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE