Advertisement
১৫ জুন ২০২৪
Cake

Cake Delivery: উপরে লেখা ‘পাঁচশো টাকার খুচরো আনবেন’, কেক অর্ডার দিয়ে তাজ্জব মহিলা

মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের মহিলা একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লেখা থাকবে তা নিয়ে কেক বিক্রেতাকে তিনি কিছু নির্দেশও দেন।

এই সেই কেক।

এই সেই কেক। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
মুম্বই শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১১:০৩
Share: Save:

এক খাদ্য সরবরাহকারী সংস্থার অ্যাপ থেকে কেক অর্ডার করেছিলেন মুম্বইয়ের মহিলা। অর্ডারও এল। তবে কেকের প্যাকেট খুলে হতবাক মহিলা। কেকের উপর লেখা, ‘দয়া করে ৫০০ টাকার খুচরো আনবেন।’ ওই মহিলা কেকের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন।

মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের ওই মহিলা একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লিখতে হবে তা-ও ফোনে জানিয়ে দেন ওই মহিলা। কিন্তু কেকের প্যাকেট খুলে তিনি দেখেন, তিনি যা নির্দেশ দিয়েছিলেন তা তো লেখা হয়েইনি, উল্টে খুচরো পাঠনোর কথা লিখে পাঠিয়েছেন কেক বিক্রেতা!

মহিলা কেকের উপর লেখা নিয়ে ওই ছবি শেয়ার করার পরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Cake Viral mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE