গ্রাফিক: শৌভিক দেবনাথ।
নারদ মামলায় কলকাতা হাই কোর্টে আগেই জামিন পেয়েছেন রাজ্যের চার নেতা-মন্ত্রী। এ বার সেই মামলা অন্যত্র সরাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সেই মর্মে শুনানি চলছে হাই কোর্টে। এর আগে একাধিক কারণে মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। আজ, মঙ্গলবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা। বেলা ১১টা নাগাদ পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুরু হবে নারদ মামলার শুনানি। এই মামলায় পক্ষ হিসাবে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক। সিবিআইয়ের হয়ে সওয়াল করতে পারেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আর অভিযুক্তদের তরফে সওয়াল করতে পারেন অভিষেক মনু সিঙ্ঘভি। আজ হাই কোর্টে এই মামলার দিকে নজর থাকবে।
কয়লা চুরি-কাণ্ডে এ বার পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে সোমবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ তাঁকে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে হবে। যদিও ওই তলবে আইনমন্ত্রী সাড়া দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। ফলে তিনি আজ দিল্লি যাবেন কি না সে দিকেও নজর থাকবে। অন্য দিকে, আজ নজর থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার দিকে। একক বেঞ্চে স্বস্তি পাওয়ার পর ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। আজ ওই মামলাটি ওঠে কি না সে দিকেও নজর থাকবে।
জাল টিকা-কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন দেবাঞ্জন দেব। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির মামলাও রয়েছে। তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে দেবাঞ্জনের বাবা মৃত্যুঞ্জয় দেবকে আজ তলব করেছে ইডি। সল্টলেকে ইডি-র দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা।
এ ছাড়া আজ ভবানীপুর আসনের উপনির্বাচন সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে। সোমবার মনোনয়ন পর্ব শেষ হয়েছে। এখন প্রচারযুদ্ধ চলবে তিন পক্ষের। সকাল ৯টা নাগাদ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করার কথা মন্ত্রী ফিরহাদ হাকিমের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy