অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চশমার মূল্য নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন পুলিশ অফিসার। —নিজস্ব চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষপূর্ণ পোস্ট করেছিলেন উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশের এক ইনস্পেক্টর। ওই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হয় তাঁকে। জেলা পুলিশ সূত্রে খবর, আশিস বটব্যাল নামে ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সাসপেন্ডের কথা স্বীকার করলেও তার কারণ হিসেবে কর্তব্যে গাফিলতির অভিযোগই তুলেছেন।
ওই পুলিশ অফিসারের নামে ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে। তা নিয়েই বিতর্ক। ওই পোস্টে অভিষেকের চশমার দাম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে তিনি কোন জায়গায় চোখের চিকিৎসা করেছিলেন, তা জনগণকে জানানোর কথাও বলা হয়েছে। পোস্টের নীচে অভিষেকের সভার একটি ভিডিয়োর স্ক্রিনশটও ছিল।
আশিস বটব্যালের ফেসবুক প্রোফাইলের ‘বায়ো’তে লেখা ‘আমি একজন সৎ, ভদ্র এবং নির্দোষ মানুষ। যারা সত্যের পক্ষে আমি তাদের পছন্দ করি।’’
সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট এবং ওই পুলিশ অফিসারের সাসপেন্ডের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ডিআইবি-র ওই ইনস্পেক্টরকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।’’ তবে গাফিলতির অভিযোগ কী কিংবা কোন বিষয়ে, তা স্পষ্ট করেননি তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy