Advertisement
০১ মে ২০২৪
Postmaster

গ্রাহকদের টাকা তছরুপের নালিশ 

এলাকার গ্রাহকদের অভিযোগ, অভিযুক্ত পোস্টমাস্টার জাল পাস বইতে টাকা জমার বিবরণ হাতে লিখে দিতেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
বনগাঁ শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০৭:১৩
Share: Save:

পোস্টমাস্টারের বিরুদ্ধে আর্থিক তছরুপ ও টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা।


শুক্রবার বনগাঁ মুখ্য ডাকঘরের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক পুরুষ ও মহিলা। টাকা ফেরানোর দাবি করেন তাঁরা।


গ্রাহকদের অভিযোগ, বনগাঁ মুখ্য ডাকঘরের অধীনে থাকা বোয়ালদহ ডাকঘরের পোস্টমাস্টার নন্দগোপাল সর্দার গ্রাহকদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন। ১ মার্চ থেকে বোয়ালদহ ডাকঘর বন্ধ করে দেওয়া হয়। এ দিন গ্রাহকেরা দাবি করেন, অবিলম্বে ডাকঘর খুলতে হবে এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। আগেই গ্রাহকেরা বনগাঁ থানায় পোস্টমাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। পুলিশ জানিয়েছে, পোস্টমাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও তছরুপের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পোস্টমাস্টার পলাতক। তাঁর খোঁজ চলছে। এলাকার গ্রাহকদের অভিযোগ, অভিযুক্ত পোস্টমাস্টার জাল পাস বইতে টাকা জমার বিবরণ হাতে লিখে দিতেন। পোস্টাল রিক্রিয়েশন ক্লাবের নামে একটি সিল ব্যবহার করতেন। এঁড়োপোতার বাসিন্দা পীযূষ মণ্ডল বলেন, ‘‘আমার বই থেকে দেড় লক্ষ টাকা তোলা হয়ে গেলেও আমি কিছুই জানতে পারিনি।’’ বনগাঁ মুখ্য ডাকঘরের স্থায়ী পোস্টমাস্টার না থাকায় এ দিন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ধীমান ঘোষের সঙ্গে কথা বলেন গ্রাহকেরা। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছেন। তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না। ডাকঘর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পাসবই, সিল, সই জাল করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করা হয়েছে। শীঘ্রই ওই ডাকঘরটি খোলা হবে। গ্রাহকদের টাকা ফেরানোর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

complain Postmaster
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE