শাসক তৃণমূলের ডাকা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে পঞ্চায়েতের ক্ষমতা হারাল সিপিএম।
ঘটনাটি হাবরা-১ ব্লকের বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের। প্রশাসন সূত্রের খবর, ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫টি। গত পঞ্চায়েত ভোটে সিপিএম পায় ৭টি, তৃণমূল পায় ৭টি ও একটি আসন পায় সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী। ক্ষমতা দখল করে সিপিএম। প্রধান হন মধুমিতা সরকার এবং উপপ্রধান হন সুমন সরকার।
ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূল সদস্যেরা। তারা অনাস্থার চিঠি বিডিএ কাছে জমা দেন। সেই মতো শুক্রবার পঞ্চায়েত অফিসে অনাস্থার উপর ভোটাভুটি হয়। তাতে দেখা গিয়েছে, তৃণমূল পেয়েছে ৮টি ও সিপিএম পেয়েছে ৭টি ভোট। সিপিএমের উপপ্রধান সুমনবাবু তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন।
হাবরা-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের অসীম ঘোষের দাবি, ‘‘পঞ্চায়েতটির ক্ষমতা দখল করতে দীর্ঘদিন ধরেই তৃণমূলের পক্ষ থেকে ভয়-ভীতি দেখানো হচ্ছিল। আর আমাদের উপ প্রধানকে ওরা মোটা টাকার বিনিময়ে কিনে নিয়েছে।’’
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের হাবরা ১ ব্লকের সভাপতি অজিত সাহা। তিনি বলেন, ‘‘সুমনবাবুর কাছে জানলেই পরিষ্কার হয়ে যাবে, তিনি কেন আমাদের সমর্থন করেছেন। আমাদের কাউকে টাকা দিয়ে দলে নিতে হয় না। উনি সিপিএম পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ও এলাকায় উন্নয়ন করতে আমাদের সমর্থন করেছেন।’’
যদিও সুমনবাবুর সঙ্গে যোগাযোগ করা যায় নি। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাশাসকের কাছে তাঁর পঞ্চায়েতের সদস্যপদ খারিজের দাবি জানানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy