Advertisement
০১ নভেম্বর ২০২৪
Crocodile

পুকুর থেকে কুমির উদ্ধার

বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে কুমিরটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করেন।

কুমির উদ্ধার। ছবি: দিলীপ নস্কর

কুমির উদ্ধার। ছবি: দিলীপ নস্কর

নিজস্ব সংবাদদাতা
গোবর্ধনপুর কোস্টাল শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০২:৪১
Share: Save:

পুকুর থেকে একটি পূর্ণবয়স্ক কুমির উদ্ধার করল বনদফতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে গোবর্ধনপুর কোস্টালের শ্রীধরনগর পঞ্চায়েতে এল প্লটের রাখালপুর গ্রামে। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুপুরে গ্রামের এক মহিলা পুকুরে স্নান করতে নেমে দেখেন কুমিরটি ভাসছে। ভয়ে তিনি পুকুর থেকে উঠে এসে পরিবার ও প্রতিবেশীদের খবর দেন।

বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে কুমিরটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু কুমিরটিকে ধরতে পারছিলেন না। পরে পাম্প এনে পুকুরের জল কমিয়ে কুমিরটিকে ধরেন। রামগঙ্গা রেঞ্জার সৌগত মুখোপাধ্যায় বলেন, ‘‘১০ ফুট ৩ ইঞ্চি লম্বা পূর্ণ বয়স্ক মেয়ে কুমিরটিকে উদ্ধার করে কলস দ্বীপের বিশালাক্ষী খালে ছাড়া হয়েছে। জোয়ারের সময় বাঁধ বেয়ে কোনও ভাবে নদী থেকে পুকুরে ঢুকে পড়েছিল।’’

অন্য বিষয়গুলি:

Crocodile Gobardhanpur Coastal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE