Advertisement
১৯ মে ২০২৪
Habra

স্কুল চলাকালীন বাজল মাইক

স্কুল চলাকালীন তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ক্ষুব্ধ অভিভাবকদের অনেকেই। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

স্কুল চত্বরে চলছে সরকারি কর্মসূচি। —নিজস্ব চিত্র

স্কুল চত্বরে চলছে সরকারি কর্মসূচি। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ০৯:১৫
Share: Save:

প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ সাজিয়ে, মাইক বাজিয়ে চলল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। প্রাথমিকে ক্লাসও চলছিল সে সময়ে।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতারা পঞ্চায়েতের বালুইগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সভায় এসেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষজ্যোতি চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতারা।

স্কুল চলাকালীন তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ক্ষুব্ধ অভিভাবকদের অনেকেই। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, “তৃণমূলের সময়ে রাজ্যের শিক্ষাব্যবস্থা যে পঙ্গু হয়ে গিয়েছে, তা আর কারও জানতে বাকি নেই। সাংসদ এক জন শিক্ষিত মানুষ। তাঁর উপস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা ও স্কুল চলাকালীন মঞ্চ বেঁধে মাইক বাজিয়ে অনুষ্ঠান হল কী করে? এটা অত্যন্ত লজ্জার।” সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য স্বপ্না ঘোষ বলেন, “তৃণমূল ও গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত শব্দ। ওদের প্রশাসনের নির্দেশকে ওরাই বুড়ো আঙুল দেখাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা কর্মসূচি পালনের অনুমতি পাচ্ছি না। অথচ, শাসক দল এ সবের তোয়াক্কা করছে না।”

এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের হাবড়া ১ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দীক হোসেন। তিনি বলেন, “সাংসদ আগেই সকলকে মাইক ব্যবহার করতে নিষেধ করেছিলেন। কিছু উৎসাহী কর্মী এটা করে ফেলেছেন। ভুল হয়েছিল। তবে সাংসদ মাইক ব্যবহার করেননি।” কাকলির যুক্তি, “কেউ প্রমাণ করুক, আমি মাইকে কথা বলেছি! খালি গলায় কথা বলে আমার গলায় ব্যথা হয়ে গিয়েছে। অন্য কেউ মাইক ব্যবহার করলে প্রশ্নটা তাঁকেই করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Habra Didir Suraksha Kavach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE