Advertisement
০২ মে ২০২৪
Fire in baruipur

দু’রাত পেরিয়েও পুরোপুরি নেভেনি কারখানার আগুন

কেন পুরোপুরি নিভল না আগুন? দমকলের এক আধিকারিক জানান, আগুন লাগার পরে কারখানার টিনের বড় বড় ছাউনি ভেঙে পড়ে। সেই সব জায়গায় টিনের নীচে চাপা পড়ে থাকা আগুনের উৎসে জল পৌঁছচ্ছে না।

An image of Fire

কারখানা থেকে তখনও বেরোচ্ছে ধোঁয়া। রবিবার। —নিজস্ব চিত্র। 

নিজস্ব সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ০৮:০৮
Share: Save:

দু’রাত কেটে গেলেও এখনও বারুইপুরের সুভাষগ্রামের প্লাস্টিক কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার রাত ৮টা নাগাদ ওই কারখানায় আগুন লেগেছিল। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১৫টি ইঞ্জিন। তবে রবিবার দিনভর চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে পারেননি দমকলকর্মীরা। সোমবারও দেখা যায়, একাধিক জায়গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

কেন পুরোপুরি নিভল না আগুন? দমকলের এক আধিকারিক জানান, আগুন লাগার পরে কারখানার টিনের বড় বড় ছাউনি ভেঙে পড়ে। সেই সব জায়গায় টিনের নীচে চাপা পড়ে থাকা আগুনের উৎসে জল পৌঁছচ্ছে না। এ দিন মাটি কাটার গাড়ি এনে, টিন সরিয়ে জল ছেটানো হয়। দমকল সূত্রের খবর, সন্ধ্যা নাগাদ অনেকটাই আয়ত্তে এসেছে আগুন। তবে রাতেও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এ দিনও কাজ হারানো বহু শ্রমিক ভিড় করেন কারখানার সামনে। ভিন্ রাজ্য থেকে ওই কারখানায় কাজ করতে আসা অনেকে আশপাশের বিভিন্ন দোকানে-বাড়িতে কোনও
রকমে মাথা গুঁজে আছেন। কারখানার ম্যানেজার কাঞ্চন ঘোষ বলেন, “কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনও ওঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Baruipur Fire factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE