Advertisement
০১ নভেম্বর ২০২৪

কারখানায় ভিড়, উৎপাদনও স্বাভাবিক

কারখানার ‘ভোঁ’ বাজল। দলে দলে শ্রমিকেরা যোগ দিলেন কাজে। যেমন আসেন অন্য দিনগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিল্পাঞ্চলে ধর্মঘটের দিন ছবিটা ছিল এমনই স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৫
Share: Save:

কারখানার ‘ভোঁ’ বাজল। দলে দলে শ্রমিকেরা যোগ দিলেন কাজে। যেমন আসেন অন্য দিনগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিল্পাঞ্চলে ধর্মঘটের দিন ছবিটা ছিল এমনই স্বাভাবিক।

চটকল ও অন্য কারখানা অধ্যুষিত ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা মূলত এলাকারই বাসিন্দা। চটকলগুলির ক্ষেত্রে কুলি লাইন থেকে কারখানার দূরত্বও বেশি নয়। ফলে যাতায়াতের সমস্যা ছিল না। উপস্থিতিও ছিল ভাল। কাজ হয়েছে স্বাভাবিকই।

বছর পাঁচ-সাতেক আগেও ব্যারাকপুরের চটকলগুলিতে সিটু বা আইএনটিইউসি’র যে প্রভাব ছিল, এখন আর তা নেই। তৃণমূল শ্রমিক সংগঠন শুধু চটকলেই নয়, অটো, বাস, সরকারি অফিস সব জায়গাতেই জোরদার। ফলে বিরোধী নেতারা যতই ধর্মঘটের সমর্থনে মিছিল-মিটিং করুন না কেন, তার প্রভাব বিশেষ দেখা যায়নি শুক্রবার। ধর্মঘটের সমর্থনে কিছু দিন আগেই টিটাগড়ে যে সভা করেছিল সিপিএম, তাতে জমায়েতও খুব বেশি ছিল না। ধর্মঘটে প্রতি বছর ব্যারাকপুর ও সোদপুরে যে বিরোধী নেতাদের উদ্যোগে পথ অবরোধ হতো, ঘটনাচক্রে তাঁরাও এখন তৃণমূলে যোগ দিয়েছেন।

ফলতাএসইজেড-এ হাজিরা স্বাভাবিক ছিল বলে দাবি আইএনটিটিইউসি-র। জোনের ৫টি সেক্টরে ৬০টি কারখানায় ৮০ শতাংশের উপরে শ্রমিক হাজিরা হয়েছে বলে দাবি করেন জোনের আইএনটিটিইউসি প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা দিলীপ বর্মন। তিন শিফ্‌টেই স্বাভাবিক কাজ হয়েছে বলে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের।

অন্য বিষয়গুলি:

Bandh Production worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE