নিজস্ব চিত্র।
নকল জলের কারখানার হদিশ মিলল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার বনবনিয়ায়। শনিবার ওই কারখানায় আচমকাই হানা দেন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাঁদের সঙ্গে পুলিশও ছিল।
অভিযোগ, নামী সংস্থার লেবেল লাগিয়ে জল বিক্রি করা হত। এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গোপন সূত্রে ওই কারখানার হদিশ পান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তার পরই শনিবার অভিযান চালান তাঁরা। কারখানা থেকে প্রচুর জলের জার, নামী সংস্থার লেবেল, জল ফিল্টার করার যন্ত্র উদ্ধার হয়েছে। সেগুলো সব বাজেয়াপ্ত করেছে পুলিশ। কারখানা থেকে এক জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কয়েক দিন আগেই মধ্যমগ্রামের বসুনগরে নকল জলের কারখানার সন্ধান পেয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেটা বন্ধ করে দেয় তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy