Advertisement
০১ জুন ২০২৪

থ্যালাসেমিয়ার চিকিৎসা নিয়ে আরও নজর

দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি হাসপাতালগুলির মধ্যে একমাত্র ডায়মন্ড হারবার জেলা হাসপাতালেই থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামো আরও উন্নত করার জন্য মঙ্গলবার সকালে ওই হাসপাতালে ঘুরে গেল রাজ্য বিধানসভা এবং স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০২:৫০
Share: Save:

দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি হাসপাতালগুলির মধ্যে একমাত্র ডায়মন্ড হারবার জেলা হাসপাতালেই থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামো আরও উন্নত করার জন্য মঙ্গলবার সকালে ওই হাসপাতালে ঘুরে গেল রাজ্য বিধানসভা এবং স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। তার পরে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগে যান। দলে ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখ্যোপাধ্যায়, ডায়মন্ড জেলা হাসপাতালের সুপার আনোয়ার হোসেন, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার প্রমুখ। দীপকবাবু জানান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য পরিকাঠামো বাড়াতে আরও কী দরকার সেটি খতিয়ে দেখা হয়েছে। তারপর সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানান হবে। তিনি বলেন, ‘‘থ্যালাসেমিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা দরকার।’’

ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে বর্তমানে প্রায় ১২০০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা চলে। তাঁদের মধ্যে অনেককে মাসে কয়েক বার করে রক্ত দিতে হয়। কিন্তু সে জন্য পর্যাপ্ত পরিমাণ রক্ত সব সময় থাকে না। এ ছাড়া, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের জোগান দিতে একটি ‘ব্লাড সেপারেশন’ যন্ত্র প্রয়োজন। এখন রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহের পর সেই রক্ত সরাসরি থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া যায় না। কিন্তু ওই যন্ত্র থাকলে সেটি সম্ভব। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ওই যন্ত্র চেয়ে জেলা স্বাস্থ্য কর্তারা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE