Advertisement
১৬ মে ২০২৪
Titagarh Fire Broke Out

টিটাগড়ে রেল কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

শনিবার দুপুরে টিটাগড়ের রেল ওয়াগান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
টিটাগড় শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪
Share: Save:

টিটাগড়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার দুপুরে সেখানকার রেল ওয়াগন কারখানায় আচমকাই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, দুপুরে কারখানার মধ্যে থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার ভেতরের রঙের গুদামে আগুন লেগেছে বলে জানা গেছে। রেল ওয়াগন কারখানায় অনেক লোহার জিনিস মজুত ছিল। ফলে আগুন সেখানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন অর্থাৎ বেলা আড়াইটে পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই আগুন যাতে আরও ভয়াবহ আকার না নেয়, সে দিকেই নজরে রেখেছেন দমকল কর্মীরা।

কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই আসল কারণ জানা সম্ভব হবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Titagarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE