Advertisement
০১ জুন ২০২৪

মুকুল এখনও ‘আম’ নয় ‘গুটি’, কটাক্ষ রেজ্জাকের

মুকুল রায় এখনও ‘অপরিণত’। হালের রাজনীতির প্রেক্ষাপটে তাঁকে নিতান্তই আমের ‘গুটি’ বলেই মনে করছেন গণফ্রন্টের ওয়েল ফেয়ার পাটির রেজ্জাক মোল্লা। বৃহস্পতিবার বাদুড়িয়ার পুঁড়া বাজারে তৃণমূলে পদ খোয়ানো মুকুল সম্পর্কে রেজ্জাক বলছেন, ‘‘মুকুল আমার সঙ্গে দেখা করেছিল। তবে মুকুল এখনও গুটি, আম হয়ে ওঠেনি। আম হোক তখন দেখা যাবে।’’

সদলবলে নেতা। বাদুড়িয়ায় তোলা নিজস্ব চিত্র।

সদলবলে নেতা। বাদুড়িয়ায় তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাদুড়িয়া শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০২:২৬
Share: Save:

মুকুল রায় এখনও ‘অপরিণত’। হালের রাজনীতির প্রেক্ষাপটে তাঁকে নিতান্তই আমের ‘গুটি’ বলেই মনে করছেন গণফ্রন্টের ওয়েল ফেয়ার পাটির রেজ্জাক মোল্লা।

বৃহস্পতিবার বাদুড়িয়ার পুঁড়া বাজারে তৃণমূলে পদ খোয়ানো মুকুল সম্পর্কে রেজ্জাক বলছেন, ‘‘মুকুল আমার সঙ্গে দেখা করেছিল। তবে মুকুল এখনও গুটি, আম হয়ে ওঠেনি।

আম হোক তখন দেখা যাবে।’’

আটটি দলের গণফ্রন্টের ওয়েল ফেয়ার পাটির প্রার্থীদের সমর্থনে এ দিন বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বক্তব্য রাখতে গিয়ে রেজ্জাক বলেন, ‘‘আগামী ২০১৬ সালে আমরা হয় ঘোড়া, চাবুক নয় তো লাগাম হব।’’ বিজেপিকে ‘দম’ দিয়েছিল তৃণমূল বলে দাবি করে তিনি বলেন, ‘‘দম দেওয়া বিজেপি এখন ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে দেখে তাদের সেলাই করে দিয়েছে। আর সিপিএম তো আগেই দুরমুশ হয়ে গিয়েছে।’’ কেবল নেতৃত্ব বদল করে যে কাজ হবে না সেই দাবি করে রেজ্জাকের দাবি, ‘‘৭০ ছেড়ে ৬০ আনা হয়েছে। ফলে ক্যাডারদের মনোবল ভেঙে যাওয়ায় আর কাজ হবে না।’’ গণফ্রন্টের নেতার বক্তব্য, ‘‘দেশে এখন একটা ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ হচ্ছে। কে যে কার সাথে থাকবে, তার ঠিক নেই। আজ যে যার মুখ দেখছে না, আগামীকাল সে যে তার সঙ্গে হাত মেলাবে না এমন নয়।’’ বাদুড়িয়ায় ২৩টি ওযার্ড। তার তিনটিতে প্রার্থী দিয়েছে ওয়েল ফেয়ার পাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE