Advertisement
০৬ মে ২০২৪
BJP

ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রী বক্তৃতা না করায় রাজ্যের সম্মানহানি হয়েছে, বললেন রাহুল সিংহ

স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের কার্ডের তুলনা টেনে স্বাস্থ্যসাথীকে ভুয়ো আখ্যা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ।

সভায় রাহুল সিংহ।

সভায় রাহুল সিংহ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ২০:০৭
Share: Save:

ফের ভিক্টোরিয়া প্রসঙ্গ উঠে এল বিজেপির সভায়। তবে এ বার জয় শ্রীরাম স্লোগান নিয়ে নয়, মুখ্যমন্ত্রীর বক্তৃতা না করা নিয়ে তোপ দাগলেন রাহুল সিংহ। বললেন, ‘‘প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতা না করে নেমে এলেন মুখ্যমন্ত্রী, এতে কি রাজ্যের সম্মান বাড়ল?’’

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীর চক এলাকায় বিজেপির শ্রমিক সংগঠন আয়োজিত এক সভায় যোগ দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিংহ। সঙ্গে ছিলেন দলের রাজ্য নেত্রী শর্বরী মুখোপাধ্যায়, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি দীপঙ্কর জানা। সভামঞ্চ থেকে লাগাতার রাজ্যের শাসকদল তৃণমূলকে বিঁধলেন রাহুল। নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে রাহুল বলেন, ‘‘‌সেদিন কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে হাতেগোনা কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। তাতেই উনি প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতা না করে বসে পড়লেন। এতে কি সম্মান বাড়ল?‌ আমরা ক্ষমতায় এসে পিসি-‌ভাইপোকে জয় শ্রীরাম বলাব। দুটো নামাবলী কিনে গঙ্গাসাগরে পাঠিয়ে দেব।’‌’

স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের কার্ডের তুলনা টেনে স্বাস্থ্যসাথীকে ভুয়ো আখ্যা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ। আমপান, রেশন -‌সহ একাধিক ‘দুর্নীতি’ নিয়ে তৃণমূলকে একহাত নিয়ে রাহুল বলেন,‘‘‌আমপানে টাকা, ত্রিপল, চাল চুরি করেছে। সেই টাকায় অট্টালিকা তৈরী করেছেন তৃণমূলের কাটমানি পাওয়া নেতারা। আমরা ক্ষমতায় এসে সব হিসেব বুঝে নেব। ওই বাড়ি নিলাম করে কাটমানির টাকা ফেরত নেব। মানুষের টাকা মেরে কেউ পার পাবে না।’’‌

তবে শুক্রবারের সভার পর পাল্টা বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। তিনি বলেন, ‘‘মিথ্যে রটিয়ে আর কুৎসা করে লাভ হবে না। দাঙ্গাবাজদের বাংলায় কোন জায়গা নেই। মানুষ সব জানেন। তৃণমূল সরকারের উন্নয়ন কাজে মানুষ খুশি। মানুষকে মিথ্যে বলে লাভ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Rahul Sinha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE