সজনেখালি রেঞ্জ অফিসে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে ‘শের’। নিজস্ব চিত্র।
করোনার বিরুদ্ধে যুদ্ধে সুন্দরবনবাসীর পাশে দাঁড়ালেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত চারটি রেঞ্জের দফতরে বসানো হল অক্সিজেন কনসেনট্রেটর।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা (ফিল্ড ডিরেক্টর) তাপস দাস সোমবার বলেন, ‘‘সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ কিছুটা অপ্রতুল।এই পরিস্থিতিতে বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘শের’ আমাদের চারটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে। জাতীয় উদ্যান-পূর্ব (গোসাবা), জাতীয় উদ্যান-পশ্চিম(বিদ্যা), সজনেখালি এবং বসিরহাট রেঞ্জ অফিসে এগুলি রাখা থাকবে। আপৎকালীন পরিস্থিতিতে বনকর্মী, যৌথ বন পরিচালনা কমিটির সদস্য এমনকি, গ্রামবাসীরাও অক্সিজেন কনসেনট্রেটরের সাহায্য পাবেন।’’
বহু বছর ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বন্যপ্রাণ সংরক্ষণের কাজ করে চলেছে ‘শের’। সংস্থার সম্পাদক জয়দীপ কুণ্ডু জানিয়েছেন, অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ-পর্বে হাজির ছিলেন, চলচ্চিত্র পরিচালক তথা সংগঠনের মুখ্য উপদেষ্টা অরিন্দম শীল, রাজ্যের সাম্মানিক বন্যপ্রাণ ওয়ার্ডেন সুচন্দ্রা কুন্ডু এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। এ ক্ষেত্রে তাঁরা সহযোগিতা পেয়েছেন, ‘O2-কু সবার’ সংস্থার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy