থানা-থেকে-বেরিয়ে: শনিবার তোলা নিজস্ব চিত্র
একাদশ শ্রেণিতে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবিতে প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তার দাবিতে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন দেগঙ্গার হাদিপুর আদর্শ হাইস্কুলের ২৪ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা।
ওই স্কুলে ১৭৬ জন ছাত্রছাত্রী একাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল। তার মধ্যে ৭৪ জন সব বিষয়ে পাশ করে। বাকিরা দুই বা তিন বিষয়ে পাশ করে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুলের পরিচালন সমিতিতে একটি বৈঠক হয়। তাতে মোট ১৩৫ জনকে পাশ করানোর সিদ্ধান্ত হয়। বাকি ৪১ জন ছাত্রছাত্রীকে পাশ করানো যায়নি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘‘কোনও কোনও বিষয়ে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ৬, ৮। ফলে কোনও ভাবেই তাদের পাশ করানো যায়নি।’’ অভিযোগ, বৃহস্পতিবার স্কুলে কিছু অভিভাবক এসে কয়েকজনকে পাশ করিয়ে দিতে হবে বলে হুমকি দেন। প্রধান শিক্ষকের টেবিলের কাচ ভেঙে ফেলা হয়। এরপরেই শিক্ষক শিক্ষিকারা থানায় এসে নিরাপত্তার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেগঙ্গা থানার পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy