Advertisement
১৭ মে ২০২৪

স্কুলে বসেই ছুটির মজা

সরকারি স্কুলেও এ বার সামার ক্যাম্প! গরমের ছুটিটা যাতে বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাটাতে পারে পড়ুয়ারাও, তার ব্যবস্থায় উদ্যোগী হলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ০১:৪৯
Share: Save:

সরকারি স্কুলেও এ বার সামার ক্যাম্প!

গরমের ছুটিটা যাতে বিভিন্ন শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাটাতে পারে পড়ুয়ারাও, তার ব্যবস্থায় উদ্যোগী হলেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও। তাই রুপোলি পর্দায় দেখা ‘সামার ক্যাম্প’-এ এ বছর যোগ দেওয়ার সুযোগ পাবে উত্তর ২৪ পরগনা স্বরূপনগর চক্রের শাঁড়াপুল হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। স্কুল চত্বরেই এই ক্যাম্পের আয়োজন করা হবে। সেখানে যোগ দিতে আসবে বাংলানি প্রাথমিক বিদ্যালয়ের মতো স্থানীয় বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারাও।

স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এ রাজ্যে সরকারি স্তরের কোনও স্কুলে এই ধরনের ক্যাম্প করার ব্যবস্থা নেই। কিন্তু ছুটির সময়ে পড়ুয়াদের নানা শিক্ষামূলক কাজে যু্ক্ত থাকা প্রয়োজন বলে মনে করছে একাধিক শিক্ষক সংগঠন। সেই তাগিদেই এই উদ্যোগ বলে জানান শিক্ষকেরা।

হাটখোলা স্কুলের শিক্ষক তিলক মুখোপাধ্যায় জানান, দু’দিনের এই ক্যাম্প শুরু হবে ২৪ মে। সেখানে খেলার ছলে বিজ্ঞান শেখানো হবে। তাদের সামনে তুলে ধরা হবে ম্যাজিকের মূল ভিত্তি আসলে বিজ্ঞান। হবে শারীরচর্চার প্রশিক্ষণও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Summer camp School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE