Advertisement
১৭ মে ২০২৪

ত্রিপল লুঠের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

পঞ্চায়েত অফিসে ঢুকে ঘরে এক কর্মচারীকে হুমকি দিয়ে ত্রাণের জন্য রাখা ত্রিপল লুঠ করার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তিনিও এলাকায় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:১৮
Share: Save:

পঞ্চায়েত অফিসে ঢুকে ঘরে এক কর্মচারীকে হুমকি দিয়ে ত্রাণের জন্য রাখা ত্রিপল লুঠ করার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তিনিও এলাকায় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েত অফিসে। এরপরই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মঞ্জুশ্রী মজুমদার বাগদা থানায় স্বপন বিশ্বাস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সিআই গাইঘাটা পার্থ সান্যাল বলেন, ‘‘প্রধানের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’ স্বপনবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘পাঁচটি গ্রামে যে সমস্ত মানুষ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরাই পঞ্চায়েত অফিসে গিয়ে ত্রিপল নিয়ে এসেছেন। সে সময়ে আমি পঞ্চায়েত অফিসে উপস্থিত থাকায় আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft allegation Trinamool leader ron ghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE