Advertisement
১৯ মে ২০২৪

স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে বাধা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

এলাকার উন্নয়নমূলক কাজ গুন্ডা লাগিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবার পুরসভায় ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ বিষয়ে স্মারকলিপি দেন। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছিল।

পুরসভার সামনে বিক্ষোভ।নিজস্ব চিত্র।

পুরসভার সামনে বিক্ষোভ।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪২
Share: Save:

এলাকার উন্নয়নমূলক কাজ গুন্ডা লাগিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবার পুরসভায় ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ বিষয়ে স্মারকলিপি দেন। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছিল। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজর্ষি দাস দলবল নিয়ে এসে ওই স্বাস্থ্যকেন্দ্রের কাজ বন্ধ রাখার হুমকি দেন বলে অভিযোগ।

এ বিষয়ে ডায়মন্ড হারবারের পুরপ্রধান মীরা হালদার বলেন, ‘‘যেখানে স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হচ্ছে, সেখানে কাছাকাছি কোনও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা নেই। এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র ভবন তৈরি হলে উপকৃত হবেন ৬, ৭, ৮, ৯, ১০ এই পাঁচটি ওয়ার্ডের মানুষ। সে কারণে এখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছিল।’’

বছর দু’য়েক আগে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর থেকে ৭৫ লক্ষ টাকা ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের জন্য অনুমোদিত হয়। প্রথমে ওই টাকায় ভবন নির্মাণের জন্য ১ নম্বর ওর্য়াডে ৬ শতক দানের জমি মেলে। কিন্তু সে ক্ষেত্রে ওই জমিদাতার পরিবার থেকে একজনের পুরসভায় চাকরি দেওয়ার কথা বলা হয়। এই প্রস্তাবে পুরসভা রাজি হয়নি। এরপরেই ১৬ নম্বর ওয়ার্ডে নদীর ধারে ৮ শতক জমিতে ওই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করার কথা হয়। কিন্তু ১৬ নম্বর ওয়ার্ড থেকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের দূরত্ব বেশি নয়। তা ছাড়া, ওই এলাকায় বেশ কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে। সে কারণে প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৬ নম্বর ওয়ার্ডে ওই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে।

বুধবার রাজর্ষিবাবু ৬ নম্বর ওয়ার্ডে ওই কাজ দেখতে আসেন। অভিযোগ, তিনি কাজ বন্ধ করার হুমকি দেন।

অভিযোগ অস্বীকার করে রাজর্ষিবাবু বলেন, ‘‘আমি ও কয়েকজন কাউন্সিলর ওই এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের কাজ দেখতে গিয়েছিলাম। আমি কাউকে কোনও হুমকি দিইনি।’’ তবে তিনি জানান, আমার ওয়ার্ড থেকে স্বাস্থ্যকেন্দ্রটি সরিয়ে নিয়ে যেখানে হচ্ছে, ওই এলাকায় তেমন জনবসতি নেই। বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে।

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তবে এটা সম্পূর্ণ পুরসভার সমস্যা। সমাধানের জন্য কাউন্সিলরদের নিয়ে সভা ডাকা হয়েছিল। আবার ডাকা হবে। তবে পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ কাজ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Counselor medical centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE