Advertisement
১৮ জুন ২০২৪

তৃণমূল অফিসে ভাঙচুর

তবে তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, কাউন্সিলরের সঙ্গে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় এক নেতার সুস্পর্কও রয়েছে। সঞ্জয়বাবু থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
অশোকনগর শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০১:৪০
Share: Save:

তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগরের কাঁকপুল এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অশোকনগর থানার পুলিশ প্রকাশ্যে মদ্যপানের খবর পেয়ে কাঁকপুল এলাকায় হানা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রাথমিক স্কুলের মাঠে ও একটি ক্লাব চত্বরে রোজ সন্ধ্যায় মদ ও গাঁজার আসর বসে। এর আগেও পুলিশ সেখানে হানা দিয়ে মদ্যপদের গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে পুলিশ ফের ওই এলাকায় অভিযান চালায়। ওই দিন আর কেউ গ্রেফতার হয়নি। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে যেতেই কয়েকজন যুবক শাসকদলের কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাদের দাবি ছিল, তৃণমূলের কাউন্সিলর সঞ্জয় রাহা পুলিশকে বলে তল্লাশি চালিয়েছেন। কারণ ওই কার্যালয়ে সঞ্জয়বাবুর দফতরও। সে সময় কার্যালয়ে দু’জন দলীয় কর্মী বসেছিলেন। তাঁদের সামনে ভাঙচুর চলে।

সঞ্জয়বাবু বলেন, ‘‘চেয়ার, টেবিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙচুর করা হয়েছে। দলীয় ফ্লেক্স, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষার কিছু কার্ডও ওরা নিয়ে গিয়েছে। দু’টি বাইকও ক্ষতিগ্রস্ত করেছে ওরা।’’

পুরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘‘যাঁরা হামলা চালিয়েছে তারা সমাজবিরোধী। পুলিশি অভিযানের বিষয়ে সঞ্জয়বাবুর কোনও সম্পর্ক নেই।’’

তবে তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, কাউন্সিলরের সঙ্গে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় এক নেতার সুস্পর্কও রয়েছে। সঞ্জয়বাবু থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Vandalism Party Office তৃণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE