Advertisement
১০ জুন ২০২৪
Kunal Ghosh

রামের পাল্টা সীতা? কুণাল ঘোষের পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র মুক্তি পাচ্ছে শনিবার, কী আছে তাতে?

রামমন্দির উদ্বোধনের ঠিক ৪৮ ঘণ্টা আগে সামাজিকমাধ্যমে মুক্তি পাবে ওই তথ্যচিত্র। যা পরিচালনার কাজ করেছেন বিদ্যুৎ রায়। গোটাটাই লেন্সবন্দি হয়েছে উত্তরপ্রদেশের বিঠুরিতে।

An image of Kunal Ghosh

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২২:২৩
Share: Save:

পরিকল্পনা থেকে চিত্রনাট্য— সবই তাঁর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’ মুক্তি পাচ্ছে শনিবার। রামমন্দির উদ্বোধনের ঠিক ৪৮ ঘণ্টা আগে সামাজিকমাধ্যমে মুক্তি পাবে ওই তথ্যচিত্র। যা পরিচালনার কাজ করেছেন বিদ্যুৎ রায়। তথ্যচিত্র গোটাটাই লেন্সবন্দি হয়েছে উত্তরপ্রদেশের কানপুরের অদূরে বিঠুরিতে।

কেন বিঠুরি? কুণালের বক্তব্য, ‘‘বিঠুরিতেই সীতার পাতালপ্রবেশ ঘটেছিল। এখনও সেখানকার ঘরে ঘরে সীতার আরাধনা হয়।’’ প্রসঙ্গত, অযোধ্যায় যেমন সব শিশুপুত্রকেই রামজ্ঞানে পুজো করা হয়, বিঠুরিতে তেমন সব কন্যাই সীতা। তা হলে কি এটা রামের পাল্টা? কুণালের বক্তব্য, ‘‘রাম নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন সীতার বিষয়টিও তো জানা উচিত।’’

বিরোধীরা গত কয়েক বছর ধরেই বলে আসছেন, নরেন্দ্র মোদীর বিজেপি দেশের ইতিহাস বদলে দিতে চাইছে। শিক্ষা থেকে সংস্কৃতি— সব জায়গায় গেরুয়াকরণের অভিযান চলছে। পাল্টা গেরুয়া শিবিরের বক্তব্য, এত দিন দেশের মানুষ আসল ইতিহাস থেকে বঞ্চিত থেকেছেন। এখন প্রকৃত ইতিহাস লেখা হচ্ছে। তবে রামমন্দির উদ্বোধনের আগে কুণালের ‘সীতাকুণ্ড’-এর মুক্তিকে ‘পাল্টা’ হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kunal Ghosh TMC Ayodhya Ram Temple BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE