ডব্লিউবিসিএস, ২০১৭-র এ এবং সি গ্রুপের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে বুধবার দিনভর বিক্ষোভ চলল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর দফতরে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে বিক্ষোভ সামলায়। বিক্ষোভকারীদের চার প্রতিনিধির সঙ্গে দেখা করেন পিএসসি-র চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত। ২০১৭ সালের ডব্লিউবিসিএস গ্রুপ-এ পরীক্ষায় এক পরীক্ষার্থীর ইংরেজির নম্বর শূন্য থেকে বেড়ে ১৬২ এবং বাংলায় ১৮ থেকে বেড়ে ১৬৮ হওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এ বার ২০১৭-র ডব্লিউবিসিএস-এর গ্রুপ সি-তেও পাঁচ পরীক্ষার্থীর নম্বর অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই পরীক্ষায় চার পরীক্ষার্থীর রোল নম্বর থেকে শুরু করে প্রাপ্ত নম্বর পর্যন্ত ‘অদ্ভুত’ মিল নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতের তত্ত্বাবধানে ওই সব অভিযোগের তদন্ত করিয়ে দোষীদের শাস্তির দাবিতে এ দিন পিএসসি দফতরে বিক্ষোভ দেখান ডব্লিউবিসিএস পরীক্ষার্থীরা। ‘পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চে’র তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘পিএসসি-র চেয়ারম্যান আমাদের দাবিগুলি মানার আশ্বাস দিয়েছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy