প্রতীকী চিত্র
অতিমারির সময়ে যে সব বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম রোগী বা মৃতদেহ আটকে রেখে অস্বাভাবিক অর্থ আদায়ের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিল ‘লয়ার্স ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউমান রাইট্স’ সংগঠন। স্বাস্থ্যমন্ত্রীর নজরে বিষয়টি আনতে চেয়েও দাবিপত্র দিয়েছে তারা। সংগঠনের দাবি, টাকা আদায়ের জন্য যে সব বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোম মৃতদেহ বা রোগীকে আটকে রাখছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪৭, ৩৮৪ ধারায় মামলা রুজু করা হোক। সংগঠনের আহ্বায়ক দিবাকর ভট্টাচার্যের বক্তব্য, প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা আদায়ের জন্য আইনি পদক্ষেপ নিতে পারেন। কিন্তু এ ভাবে ‘বেআইনি কাজ’ চলতে থাকলে জনরোষ দেখা দিতে পারে। চিকিৎসার কারণে টাকা বকেয়া থাকলেও রোগী সুস্থ হওয়ার পর তাঁকে বা মৃতদেহ আটক রাখা যাবে না, এই মর্মে কমিশনের নোটিস জারির দাবি তুলেছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy