Advertisement
১৫ জুন ২০২৪
State news

ওভারটেক করতে না দেওয়ায় বাস ভাঙচুর অটো চালকদের

ফের অটো চালকদের দাদাগিরির শিকার হলেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ লেকটাউনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, ওভারটেক করতে না দেওয়ায় কয়েকজন অটো চালকেরা বাসে ভাঙচুর চালায়।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ১৪:০৫
Share: Save:

ফের অটো চালকদের দাদাগিরির শিকার হলেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ লেকটাউনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, ওভারটেক করতে না দেওয়ায় কয়েকজন অটো চালকেরা বাসে ভাঙচুর চালায়। বাসের জানলা লক্ষ্য করে ইট ছোড়া হয়। ঘটনায় কয়েকজন যাত্রী সহ বাসের চালক অল্পবিস্তর জখম হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত অটো চালককে। ধৃতের নাম রাজীব ভৌমিক। সে সল্টলেক-উল্টোডাঙা রুটের অটো চালক।

এ দিন যাত্রী বোঝাই ২১১ নম্বর বাসটি রাজারহাট থেকে আহিরীটোলা যাচ্ছিল। লেকটাউন ফুটব্রিজের কাছে একটি অটো বাসটিকে ওভারটেক করতে যায়। কিন্তু সে সময় উল্টো দিক থেকে একটি গাড়ি চলে আসায় ওভারটেক করা সম্ভব হয়নি। যাত্রীদের অভিযোগ, এর পরেই বাস থামিয়ে তাতে ভাঙচুর শুরু করে অটো চালক রাজীব। একটি লোহার রড দিয়ে চালকের কেবিনে ভাঙচুর চালানো হয়। তার সঙ্গে যোগ দেয় অন্যান্য অটো চালকেরাও। তারা বাস লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘ়়ড়ি বাস থেকে নেমে আসেন তাঁরা। ছোড়া ইটে কয়েকজন যাত্রী জখমও হয়েছেন। বিশ্বনাথ নন্দী নামে এক বাসযাত্রী বলেন, ‘‘বাস চালকের কোনও গাফিলতি নেই, তা আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু অটো চালকেরা তাতে আমল দেয়নি। ভাঙচুর করতে শুরু করে।’’

আরও পড়ুন : পুজোর ছুটি কুণালের, ৩৪ মাসে জামিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

auto driver vandalism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE