Advertisement
০২ জুন ২০২৪

অমরনাথ থেকে ফেরার পথে নিখোঁজ পর্যটক

আত্মীয়-বন্ধুদের সঙ্গে দল বেঁধে অমরনাথ দর্শনে গিয়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা বছর আটান্নর উজ্জ্বল কাঞ্জিলাল। কিন্তু পুজো দিয়ে অন্যরা বালতাল বেস ক্যাম্পে ফিরে এলেও তিনি ফেরেননি। সঙ্গীদের দাবি, মাঝপথ থেকে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন।

উজ্জ্বল কাঞ্জিলাল

উজ্জ্বল কাঞ্জিলাল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:৩৮
Share: Save:

আত্মীয়-বন্ধুদের সঙ্গে দল বেঁধে অমরনাথ দর্শনে গিয়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা বছর আটান্নর উজ্জ্বল কাঞ্জিলাল। কিন্তু পুজো দিয়ে অন্যরা বালতাল বেস ক্যাম্পে ফিরে এলেও তিনি ফেরেননি। সঙ্গীদের দাবি, মাঝপথ থেকে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন।

বৃহস্পতিবার থেকে উজ্জ্বলবাবুর কোনও খোঁজ না মেলায় শনিবার জম্মু ও কাশ্মীরের সোনমার্গ ও শ্রীনগর থানায় জানিয়েছেন তাঁর সঙ্গীরা। পাশাপাশি উজ্জ্বলবাবুর স্ত্রী কাজলদেবীও এ দিন বালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গান্ডেরবাল জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘সমস্ত জায়গাতেই খবর পাঠানো হয়েছে। সেনাবাহিনীও তল্লাশি চালাচ্ছে। তবে এখনও ওই ব্যক্তির কোনও হদিশ মেলেনি।’’

কাজলদেবী জানিয়েছেন, একটি বেসরকারি সংস্থার কর্মী উজ্জ্বলবাবু এবং তাঁর আত্মীয়-বন্ধু মিলিয়ে মোট পাঁচ জনের একটি দল গত ৩ জুলাই আমরনাথ যাত্রা করেছিলেন। ৫ জুলাই তাঁরা অমৃতসর পৌঁছে সেখান থেকে জম্মু যান। এর পরে গাড়ি নিয়ে ৮ জুলাই পৌঁছন বালতাল। পরের দিন অর্থাৎ ৯ জুলাই ভোরে বেরিয়ে ওই ছ’জন দুপুর পৌনে ২টো নাগাদ অমরনাথ গুহামন্দিরে পৌঁছন। সেখানে পুজো দিয়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ তাঁরা নামতে শুরু করেন। তখনই দল থেকে আলাদা হয়ে পড়েন উজ্জ্বলবাবু। তার পরে আর কোনও খোঁজ মেলেনি তাঁর।

উজ্জ্বলবাবুর এক সঙ্গী সমিত দাস এ দিন ফোনে বলেন, ‘‘অমরনাথ গুহা থেকে আধ কিলোমিটার আগে ঘোড়ার আস্তাবল পর্যন্ত উজ্জ্বল আমাদের সঙ্গেই ছিলেন। সেখান থেকে আমরা তিন জন ঘোড়া নিয়ে নিচে নেমে এসেছিলাম। উনি ও আর এক জন হেঁটে নামছিলেন।’’ সমিতবাবুর দাবি, তাঁরা কিছুটা আসার পরে লক্ষ্য করেন উজ্জ্বলবাবু পিছনে নেই। সঙ্গীরা ভেবেছিলেন তিনি হয়তো পিছিয়ে পড়েছেন। রাত ৯টার সময় বাকিরা বালতালে ফিরে আসেন। কিন্তু সারা রাত কেটে গেলেও উজ্জ্বলবাবু আর ফেরেননি। এর পরে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়। সমিতবাবু বলেন, ‘‘নামার সময়ে আবহাওয়া খুবই ভালো ছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। তাঁর মধ্যেই সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে। কিন্তু কোনও খোঁজ মেলেনি। ওঁর মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না। তিন দিন অপেক্ষা করার পরে আমরা সোনমার্গে চলে আসি।’’ এ দিন সোনমার্গ থেকে শ্রীনগর চলে এসেছেন উজ্জ্বলবাবুর বাকি সঙ্গীরা।

উজ্জ্বলবাবুর স্ত্রী বলেন, ‘‘এর আগে কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণোদেবী-সহ বহু জায়গাতেই উনি গিয়েছেন। পাহাড়ে ওঠানামাতেও যথেষ্ট পটু ছিলেন। কিন্তু এ বারে কি হল বুঝতে পারছি না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bally youth amarnath yatra bally youth missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE