Advertisement
১৮ মে ২০২৪
Ballygunge

Ballygunge, Asansol By-Election 2022 Result: ২০২২৮ ভোটে জয়ী বাবুল, বালিগঞ্জে বিজেপি তিনে, তিন লক্ষাধিক ভোটে জিতলেন শত্রুঘ্ন

মূল ঘটনা

১৫:১৫ সর্বশেষ
রেকর্ড মার্জিনে জয় পেতে চলেছেন শত্রুঘ্ন সিন্‌হা
১৪:১৩
অগ্নিমিত্রার গাড়ির দিকে উড়ে আসা ঢিল লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল পুলিশের গাড়িতে
১৩:২০
বালিগঞ্জে ২০,০৩৮ ভোটে জয়ী বাবুল সুপ্রিয়
১৩:১৪
শত্রুঘ্ন এগিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ভোটে, বাবুল এগিয়ে ১৭৯১৯ ভোটে
১২:২৭
আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল
১১:৫৮
আসানসোলে প্রথমবার ঘাসফুল ফোটার অপেক্ষা, এক লাখ ভোটে এগিয়ে তৃণমূল
১১:১২
আসানসোলে ৯০ হাজার ভোটে এগিয়ে গেলেন শত্রুঘ্ন
১১:০৮
আসানসোলে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
১০:৫৩
নবম রাউন্ড শেষে বালিগঞ্জে প্রথম স্থানে তৃণমূল, বামেরা দ্বিতীয়
১০:৪৯
অষ্টম রাউন্ড শেষে বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বামেরা
বালিগঞ্জে জয় বাবুলের। আসানসোলে এগিয়ে তৃণমূল।

বালিগঞ্জে জয় বাবুলের। আসানসোলে এগিয়ে তৃণমূল। অলংকরণ: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৩:০০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১২:৫৬

তিন লক্ষাধিক ভোটে জয় শত্রুঘ্নের

রেকর্ড মার্জিনে জয় শত্রুঘ্ন সিন্হার। তিন লক্ষের বেশি ভোটে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৫:১৫ key status

রেকর্ড মার্জিনে জয় পেতে চলেছেন শত্রুঘ্ন সিন্‌হা

আসানসোলে রেকর্ড ভোটে জয়ের ইঙ্গিত শত্রুঘ্নের। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পালের চেয়ে ২ লক্ষ ৯৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৪:১৩ key status

অগ্নিমিত্রার গাড়ির দিকে উড়ে আসা ঢিল লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ল পুলিশের গাড়িতে

অগ্নিমিত্রা পালের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। যদিও সেই ঢিল গিয়ে পড়ে পুলিশের গাড়িতে। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি এবং ‘জয় বাংলা’ স্লোগান ওঠে দু’পক্ষের তরফে। অশান্তির ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন। এ নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়কের টিপ্পনী, ‘‘দেখিনি তো ইট পড়ল না কি?’’ পর ক্ষণে তাঁর মন্তব্য, ‘উনি জয় শ্রীরাম বলে উসকানি দিচ্ছিলেন।’’

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৩:২০ key status

বালিগঞ্জে ২০,০৩৮ ভোটে জয়ী বাবুল সুপ্রিয়

বালিগঞ্জে জয় বাবুল সুপ্রিয়ের। ২০,০৩৮ ভোটে জয়ী বাবুল। পেলেন প্রায় ৪৮ শতাংশ ভোট। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৩:১৪ key status

শত্রুঘ্ন এগিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ভোটে, বাবুল এগিয়ে ১৭৯১৯ ভোটে

রেকর্ড মার্জিনে জয়ের সম্ভাবনা শত্রুঘ্ন সিন্‌হার। ১৪ রাউন্ডের শেষে আসানসোলে ১ লক্ষ ৯৯ হাজার ভোটে এগিয়ে শত্রুঘ্ন। অন্য দিকে, বালিগঞ্জে ১৭,৯১৯ ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১২:২৭ key status

আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল

আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১১:৫৮ key status

আসানসোলে প্রথমবার ঘাসফুল ফোটার অপেক্ষা, এক লাখ ভোটে এগিয়ে তৃণমূল

আসানসোল লোকসভা কেন্দ্রে এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ১ লাখ ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১১:১২ key status

আসানসোলে ৯০ হাজার ভোটে এগিয়ে গেলেন শত্রুঘ্ন

আসনসোলে দশম রাউন্ড শেষে ৯০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে শত্রুঘ্ন সিন্‌হা।

ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল। বালিগঞ্জে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। চতুর্থ স্থানেই রয়েছে বিজেপি। বামেরা এবার দ্বিতীয় স্থানে।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১১:০৮ key status

আসানসোলে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

আসানসোলে ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। এক এক রাউন্ড শেষে ব্যবধান বাড়াচ্ছেন তিনি। পিছিয়ে পড়ছেন অগ্নিমিত্রা পাল।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:৫৩ key status

নবম রাউন্ড শেষে বালিগঞ্জে প্রথম স্থানে তৃণমূল, বামেরা দ্বিতীয়

নবম রাউন্ড গণনার শেষে তৃণমূল ২৬,০৮৫টি ভোট। সিপিএম পেয়েছে ১৭,১৬৮টি ভোট। কংগ্রেস ৩,৭৮২টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৩,৩৩৬টি ভোট।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:৪৯ key status

অষ্টম রাউন্ড শেষে বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বামেরা

অষ্টম রাউন্ডের গণনা শেষে তৃণমূল পেয়েছে ২৩,৫০১টি ভোট। কংগ্রেস পেয়েছে ৩,৫৪৮টি ভোট। বিজেপি ২,১১০টি ভোট এবং সিপিএম পেয়েছে ১৫,৩৯২টি ভোট

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:৪৪ key status

১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন

তৃতীয় রাউন্ড গণনার শেষে আসানসোলে ১৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। আসানসোলের চার কেন্দ্রে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে বাকি তিনে।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:৩০ key status

বালিগঞ্জে ব্য়বধান কমল বাবুলের, দ্বিতীয় সায়রা

বালিগঞ্জে ব্যবধান কমল বাবুলের। সপ্তম রাউন্ড শেষে বাবুল পেয়েছেন ২১,২১৩টি ভোট। সিপিএম প্রার্থী সায়রা পেয়েছেন ১২,৬০০টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩ হাজারের বেশি কিছু ভোট। বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন ১,১৮১টি ভোট। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:২১ key status

আসানসোলে ৮,৯২৪ ভোটে এগিয়ে শত্রুঘ্ন

আসানসোলে ৮,৯২৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:১৫ key status

বালিগঞ্জে এগিয়ে বাবুল

বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ষষ্ঠ রাউন্ড শেষে তিনি এগিয়ে ৯ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে বিজেপি।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:০৬ key status

সময় গড়াতেই ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল, এগিয়ে দুই তারকা প্রার্থীই

টালিগঞ্জে হারবেন জেনেও তিনি লড়েছিলেন। বালিগঞ্জে দাঁড়িয়ে মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। পঞ্চম রাউন্ড শেষে বাবুল এগিয়ে ৮ হাজার ৪৯৯টি ভোটে। পঞ্চম রাউন্ডের শেষে তিনি ১৬,৫৪৮টি ভোট পেয়েছেন।বাবুলের কথায়, ‘আমি ওয়াফাদার সৈনিক’। বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ। অন্য দিকে আসানসোলে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল এগিয়েছে অনেকটাই।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৯:৪৭ key status

বালিগঞ্জে তৃণমূল এগিয়ে ৬,২৯৫ ভোটে

তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৯,৭৫১টি ভোট। কংগ্রেস ২,১৮৬টি ভোট। সিপিএম ৫,০৭৫টি ভোট এবং বিজেপি পেয়েছে ৬২১টি ভোট।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৯:৪০ key status

বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, সিপিএম দ্বিতীয়, চতুর্থ স্থানে বিজেপি!

বালিগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এগিয়ে গিয়ে গায়ক-রাজনীতিক বললেন, ‘লেটস এনজয়’।  তৃতীয় রাউন্ড শেষে চার হাজারের বেশি এগিয়ে বাবুল সুপ্রিয়। তবে তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে বামেরা। বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। বিজেপি প্রার্থী এগিয়ে মাত্র ৬২১ ভোটে।

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৯:৩৪ key status

আসানসোলে এগিয়ে গেল তৃণমূল

আসানসোলে তৃণমূল প্রথম রাউন্ডের শেষে ৬,৫০০ ভোটে এগিয়ে। আসানসোলের পাণ্ডবেশ্বর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। রাজগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। আবার বরাবনিতে এগিয়ে রয়েছে তৃণমূল। জামুড়িয়াতেও এগিয়ে ঘাসফুল। আসানসোল দক্ষিণ ও কুলটিতে এগিয়ে বিজেপি। 

timer শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৯:২৬ key status

আসানসোলে হাড্ডিহাড্ডি লড়াই, সামান্য এগিয়ে তৃণমূলের শত্রুঘ্ন

প্রথম রাউন্ড গণনার শেষে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন বিজেপি-র অগ্নিমিত্রা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE