Advertisement
১৪ জুন ২০২৪

টোটোয় চাপিয়ে নাবালিকাকে ধর্ষণে ধৃত দুই

রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা থেকে নেশা করে এলাকায় গোলমাল পাকানো, অভিযোগ ভুরিভুরি। কিন্তু অশান্তি এড়াতে সব ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবেননি তাঁরা। রানিগঞ্জের শিশুবাগানে এক নাবালিকাকে টোটোয় তুলে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে অভিযুক্ত যুবকদের সম্পর্কে এমন দাবিই করছেন স্থানীয় বাসিন্দারা।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০১:০৩
Share: Save:

রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা থেকে নেশা করে এলাকায় গোলমাল পাকানো, অভিযোগ ভুরিভুরি। কিন্তু অশান্তি এড়াতে সব ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবেননি তাঁরা। রানিগঞ্জের শিশুবাগানে এক নাবালিকাকে টোটোয় তুলে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে অভিযুক্ত যুবকদের সম্পর্কে এমন দাবিই করছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

শনিবার সন্ধ্যায় শিশুবাগানের ডোমপাড়ার এক নাবালিকা রেশন তুলতে যাওয়ার সময়ে পড়শি চার যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার বাবা পুলিশকে জানান, মেয়েকে একা পেয়ে জোর করে একটি টোটোয় তোলে আকাশ রাওয়ানি। তার সঙ্গে ছিল কিষাণ ডোম নামে দু’জন ও রাজেশ রাওয়ানি। মেয়েটির মুখ বেঁধে নিয়ে গিয়ে মহাবীর কোলিয়ারি এলাকার একটি জঙ্গলে ওই চার জন ধর্ষণ করে বলে অভিযোগ। তার পরে তাকে সেখানেই ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তেরা। রাতে বাড়ি ফিরে ঘটনার কথা জানায় বছর চোদ্দোর মেয়েটি। তার অভিযোগ, মাসখানেক আগেও কাজ দেওয়ার নাম করে আকাশ তাকে রানিগঞ্জের কলেজপাড়ায় ও চিত্তরঞ্জনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। কিন্তু, প্রতি বারই খুনের হুমকি দেওয়ায় সে বাড়িতে কিছু জানায়নি।

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তদের বাড়িতে তালা। তবে এলাকার বাসিন্দারা দাবি করেন, চার যুবকই এলাকায় নানা অপকর্ম করে। জুয়া-সাট্টায় হাত পাকানো, নেশা করা বা পাড়ার মেয়েদের উত্ত্যক্ত করায় বারবারই নাম জড়িয়েছে তাদের। পুজোর আগেও আকাশের বিরুদ্ধে এক মহিলাকে বিরক্ত করার অভিযোগ উঠেছিল। আকাশ রঙের মিস্ত্রি হিসেবে কাজ করে। বাকিরা মাঝে-মধ্যে দিনমজুরের কাজ করে। তবে তাদের বেশির ভাগ সময়েই নানা জায়গায় জটলা করতে দেখা যায় বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ।

এলাকার কিছু লোকজনের আবার দাবি, আকাশের সঙ্গে ওই মেয়েটিকে মেলামেশা করতে দেখেছেন তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে আকাশের এক বন্ধু দাবি করেন, ‘‘যে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলা হচ্ছে, তখন আকাশ একটি বাড়িতে রঙের কাজ করছিল। কখন সে এই কাজে জড়াল, বুঝতে পারছি না। পুলিশের তদন্তেই সত্য বেরিয়ে আসবে।’’ নিজেকে নির্দোষ দাবি করে কিষাণ ডোম নামে এক অভিযুক্তেরও বক্তব্য, ‘‘আকাশের সঙ্গে মেয়েটির সম্পর্ক রয়েছে বলেই আমরা জানতাম।’’ কিষাণ ও আর এক অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নাবালিকার মায়ের অভিযোগ, “রবিবার সন্ধ্যায় রানিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে আসার পথে আকাশের জনা কয়েক বন্ধু আমাদের হুমকি দিয়েছে। অভিযোগ তুলে না নিলে খুন করবে বলেছে ওরা। এলাকায় বাস করা আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে।’’ তাঁর দাবি, এলাকাবাসী জোট বেঁধে তাঁদের পাশে না দাঁড়ালে অভিযোগ জানানোর সাহস পেতেন না তাঁরা।

পুলিশ জানায়, দু’জনকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। আকাশ-সহ বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raniganj 2 Arrested Gangrape Minor Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE