Advertisement
১৯ মে ২০২৪

আমিন খুনে ধৃত দুই

শেখ আমিন খুনে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে লাউদোহার কৈলাসপুর গ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ জাহাঙ্গির ও শেখ জনিউল। জাহাঙ্গির মূল অভিযুক্ত শাজাহানের ভাই। জনিউল শাজাহানের ছেলে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৪
Share: Save:

শেখ আমিন খুনে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে লাউদোহার কৈলাসপুর গ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ জাহাঙ্গির ও শেখ জনিউল। জাহাঙ্গির মূল অভিযুক্ত শাজাহানের ভাই। জনিউল শাজাহানের ছেলে।

১৩ সেপ্টেম্বর ইদের নামাজ সেরে ইদগাহ থেকে বেরনোর সময়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শেখ আমিন। গুলিবিদ্ধ হন গ্রামের বাসিন্দা শেখ মোজাহার। পরের দিন দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। কয়লা কারবারের কর্তৃত্ব নিয়ে গত কয়েক বছরে এই এলাকায় একের পর এক খুন হয়েছে। বেআইনি কয়লা কারবার, খুন-সহ নানা অভিযোগে শেখ আমিন কয়েক বার জেল খেটেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তাঁরই এক সময়ের সঙ্গী শেখ শাজাহান ইদানীং এলাকায় কর্তৃত্ব দখল করছিলেন। সে নিয়ে চাপান-উতোর তৈরি হচ্ছিল। আমিন খুনের পরে তাঁর পরিবার শাজাহান, জনিউল, জাহাঙ্গির-সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পুলিশ তখন গ্রামে তল্লাশি চালিয়েও কাউকে ধরতে পারেনি। মঙ্গলবার রাতে জাহাঙ্গীর ও জনিউল গ্রামে ফিরতেই তাদের ধরা হয় বলে পুলিশ জানায়। বুধবার দুর্গাপুর আদালত ধৃতদের দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Murder Arrest suspect
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE