Advertisement
১৯ মে ২০২৪

নালিশ বিস্তর, জমি নিয়ে তথ্য চাইল পুরসভা

জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে আগেই। এ বার কিছু জমি চিহ্নিত করে ভূমি দফতরের কাছে সেগুলির প্রকৃত অবস্থান জানতে চাইলেন আসানসোল পুর কর্তৃপক্ষ। সেই তথ্য পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৬:২০
Share: Save:

জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে আগেই। এ বার কিছু জমি চিহ্নিত করে ভূমি দফতরের কাছে সেগুলির প্রকৃত অবস্থান জানতে চাইলেন আসানসোল পুর কর্তৃপক্ষ। সেই তথ্য পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

বেশ কিছু দিন ধরেই একটি জমি মাফিয়া চক্র আসানসোল পুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। তারা কখনও খাস জমি, কখনও ব্যক্তিগত মালিকানাধীন জমির জাল দলিল তৈরি করে বিক্রি করে দিচ্ছে বলে পুর কর্তৃপক্ষ অভিযোগ পেয়েছেন। এই চক্রটি আসানসোলের রেলপাড় ও কল্যাণপুর অঞ্চলে বেশি সক্রিয় বলে জেনেছেন তাঁরা। আসানসোলের ৩ নম্বর বরো চেয়ারম্যান গোলাম সরওয়ারের নেতৃত্বে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। হাতেনাতে ধরা পড়ায় কয়েকটি নির্মাণের নকশাও বাতিল করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

তবে বিষয়টি নিয়ে তাতেই থেমে থাকা হচ্ছে না বলে জানান পুর কর্তৃপক্ষ। বরো চেয়ারম্যান গোলাম সরওয়ার জানান, তাঁরা বেশ কিছু খাস জমি চিহ্নিত করেছেন যেগুলির প্রকৃত অবস্থান জানতে চেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘‘এই জমিগুলি সম্বন্ধে আমাদের কাছে বিস্তর অভিয়োগ রয়েছে। এর প্রকৃত অবস্থান জানার পরে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’’ তিনি ফের অভিযোগ করেন, শহরে জমি মাফিয়াদের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা জাল দলিল তৈরি করে জমি বিক্রি করায় প্রতারিত হচ্ছেন অনেক ক্রেতা। এই কাজে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কিছু কর্মীও জড়িত বলে অভিযোগ উঠেছে। গোলাম সরওয়ার বলেন, ‘‘আমি অবিলম্বে ভূমি দফতরে জমি সংক্রান্ত সব তথ্য কম্পিউটারে রাখার দাবি তুলেছি।’’

পুর কর্তৃপক্ষের তথ্য চাওয়ার ব্যাপারে কন্যাপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পলাশ মণ্ডল বলেন, ‘‘আমি এ নিয়ে কোনও কথা বলব না।’’ তবে ওই দফতরেরই এক আধিকারিক জানান, কর্মীদের মধ্যে যে একটি অসাধু চক্র এই কাজে সক্রিয় হয়েছে, তার হদিস মিলেছে। তারা দফতরের নানা জরুরি নথিপত্র জাল করে ছাপিয়ে, জাল স্ট্যাম্প বানিয়ে এই কাজ করছে। তিনি দাবি করেন, কাজের সময়ে দফতরগুলিতে গেলে দেখা যায়, অনেক টেবিলেই এক দল দালালের ভিড়। তাদের মারফতই দফতরের কিছু কর্মী বেআইনি কাজকর্ম করে যাচ্ছেন। ওই সব কর্মী ও দালালদের মাথায় শাসক দলের একাংশের হাত থাকায় কিছু করার উপায় নেই বলে দাবি করেন দফতরের এক আধিকারিক। যদিও এই বেনিয়মের সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

municipal Authority Asansol Land documentation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE