Advertisement
১৮ মে ২০২৪

শিশু দিবসে বই, পোশাক বিতরণ

জওহরলাল নেহরুর ১২৮তম জন্মদিনে আঁকা প্রতিযোগিতার আয়োজন করল আইএনটিইউসি। সোমবার শিশুদিবস উপলক্ষে জেকেনগরে আয়োজিত প্রতিযোগিতায় ১০৪ জন যোগ দিয়েছিল। আয়োজকরা জানান, এ দিকে আসানসোলে শপিংমল চত্বর ও লাগোয়া এলাকায় পথশিশুদের ফল, পেস্ট্রি ও কেক বিতরণ করেন কয়েকজন শিক্ষক ও পড়ুয়া।

দুর্গাপুরের হুচুকডাঙার অনুষ্ঠানে তোলা নিজস্ব চিত্র।

দুর্গাপুরের হুচুকডাঙার অনুষ্ঠানে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর ও রানিগঞ্জ শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:১০
Share: Save:

জওহরলাল নেহরুর ১২৮তম জন্মদিনে আঁকা প্রতিযোগিতার আয়োজন করল আইএনটিইউসি। সোমবার শিশুদিবস উপলক্ষে জেকেনগরে আয়োজিত প্রতিযোগিতায় ১০৪ জন যোগ দিয়েছিল। আয়োজকরা জানান, এ দিকে আসানসোলে শপিংমল চত্বর ও লাগোয়া এলাকায় পথশিশুদের ফল, পেস্ট্রি ও কেক বিতরণ করেন কয়েকজন শিক্ষক ও পড়ুয়া। এ দিন আসানসোল গ্রাম সব পেয়েছির আসর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনূর্দ্ধ পাঁচ বছরের ১০০ শিশুর হাতে বই তুলে দেওয়া হয়। এ দিন দুর্গাপুরের কাশীরাম দাসের জওহরলাল নেহরু ভবনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আয়োজকদের তরফে সুদেব রায় জানান, এ দিন বিধাননগরের নির্মল হৃদয়ে শিশুদের হাতে পোশাক, ফল, চকোলেট তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE