Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

মণ্ডপে কর্মসূচির প্রচার সিপিএমের

মণ্ডপের কাছে স্টল দিয়ে বই-পুস্তিকা বিক্রি করতে আগে দেখা গিয়েছে তাদের। এ বার নিজেদের কর্মসূচির প্রচারের জন্য পুজোর ক্ষেত্রকে বেছে নিয়েছে দুর্গাপুরের সিপিএম।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০১:৫২
Share: Save:

মণ্ডপের কাছে স্টল দিয়ে বই-পুস্তিকা বিক্রি করতে আগে দেখা গিয়েছে তাদের। এ বার নিজেদের কর্মসূচির প্রচারের জন্য পুজোর ক্ষেত্রকে বেছে নিয়েছে দুর্গাপুরের সিপিএম।

২১ নভেম্বর পুরসভা অভিযানের ডাক দিয়েছে বামেরা। সিপিএম সূত্রে জানা গিয়েছে, তার আগে শহরের একশো কিলোমিটার পথ পরিক্রমা করে মানুষের কাছে দাবিদাওয়া তুলে ধরা হবে। পুরসভার বিরুদ্ধে বেহাল পরিষেবা ও দুর্নীতির অভিযোগ ছাড়াও বন্ধ কারখানা খোলা, নতুন কারখানা গড়া, আইনের শাসনের দাবি থাকবে। ১৩ নভেম্বর জেমুয়া থেকে শুরু করে এমএএমসি টাউনশিপ, বিধাননগর, মুচিপাড়া, সগরভাঙা, শ্যামপুর, ডিপিএল কলোনি, ডিভিসি মোড় হয়ে মিছিল ২১ নভেম্বর পৌঁছবে পুরসভায়।

সিপিএম সূত্রে জানা গিয়েছে, সেই কর্মসূচির প্রচারে শহরের ৫টি মণ্ডপে স্টলে রাখা থাকছে রঙিন কার্ড। তাতে জানানো হচ্ছে পুজোর শুভেচ্ছাও। ২৫ হাজার কার্ড ইতিমধ্যে ছাপানো হয়েছে। দর্শনার্থীদের অনেকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড। এ ছাড়া বড়-বড় মণ্ডপের পাশে কার্ডের প্রতিলিপির বড় হোর্ডিং, এমনকী বাড়ি-বাড়ি কার্ড পৌঁছনোর পরিকল্পনাও রয়েছে বলে জানান সিপিএম নেতারা। দলের দুর্গাপুর ২ পূর্ব জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘বহু মানুষের কাছে কর্মসূচি পৌঁছে দেওয়াই লক্ষ্য।’’ তৃণমূলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘বরাবর মানুষের সঙ্গে প্রতারণা করেছে ওরা। ফের তা-ই করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Puja pandals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE