Advertisement
০১ নভেম্বর ২০২৪

কাঁকসার পথে কলেজের দাবি লাউদোহাতেও

পাশের ব্লক কাঁকসায় সরকারি ডিগ্রি কলেজ গড়ার উদ্যোগ গতি পেয়েছে। তা দেখে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাসিন্দারাও। কাঁকসার মতো এই ব্লকেও কোনও কলেজ না থাকায় উচ্চ মাধ্যমিকের পরে পড়ুয়াদের বাইরে যেতে হয়।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০০:০৯
Share: Save:

পাশের ব্লক কাঁকসায় সরকারি ডিগ্রি কলেজ গড়ার উদ্যোগ গতি পেয়েছে। তা দেখে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাসিন্দারাও। কাঁকসার মতো এই ব্লকেও কোনও কলেজ না থাকায় উচ্চ মাধ্যমিকের পরে পড়ুয়াদের বাইরে যেতে হয়। অনেকেই আর্থিক সমস্যা ও যোগাযোগের অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। সরকারি কলেজ গড়ে উঠলে কম খরচে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা, দাবি বাসিন্দাদের।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের এক দিকে অন্ডাল, অন্য দিকে পাণ্ডবেশ্বর ব্লক। অন্ডালের খাঁদরায় কলেজ রয়েছে। পাণ্ডবেশ্বরেও কলেজ চালু হয়েছে। কিন্তু দুর্গাপুর-ফরিদপুরের ভাগ্যে শিকে ছেড়েনি। অথচ, এই ব্লকে ১১টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্র রয়েছে। সরকারি, বেসরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে হাসপাতাল, থানা, ব্লক অফিস, ভূমি সংস্কার দফতর, কৃষি দফতরের অফিস রয়েছে। ব্লকের ৬টি পঞ্চায়েতে গ্রামের সংখ্যা ৫১টি। উচ্চ মাধ্যমিকের পরে এই সব গ্রামের পডুয়াদের পাণ্ডবেশ্বর বা খাঁদরায় যেতে হয়। তা না হলে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্গাপুরের কোনও কলেজে ছুটতে হয়। অনেকেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের। সেই সব পরিবারের পক্ষে ছেলে-মেয়েদের বাইরে পড়াশোনা করানোর খরচ জোটানো মুশকিল হয়ে ওঠে। তা ছাড়া বাসের যোগাযোগও তেমন উন্নত নয়। ফলে, অসুবিধায় পড়তে হয় পড়ুয়াদের। এই সব কারণে অনেক পড়ুয়াই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় বলে বাসিন্দাদের অভিযোগ। তাঁদের মতে, এলাকায় একটি ডিগ্রি কলেজ গড়ে তুলতে পারলে এই সব সমস্যার সমাধান হবে। লাউদোহার প্রধান রাস্তার ধারে ব্লক হাসপাতালের কাছে জায়গা পড়ে রয়েছে। সেখানে কলেজ গড়া যাবে বলে দাবি বাসিন্দাদের।

কাঁকসায় সরকারি কলেজ গড়ার প্রক্রিয়া কিছুটা এগিয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করে কোন স্কুল থেকে প্রতি বছর কত জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, সেই পরিসংখ্যান নিয়ে জেলাশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। সম্প্রতি বিডিও, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সব স্কুলের প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী, ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে কলেজ গড়ার জন্য ২৫ লক্ষ টাকার স্থায়ী আমানত গড়ার পরিকল্পনা হয়েছে। কাঁকসার এমন উদ্যোগের কথা জেনে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বাসিন্দারা নতুন করে উঠেপড়ে লেগেছেন। লাউদোহার চঞ্চল মণ্ডল,, বালিজুড়ির রঞ্জিত মুখোপাধ্যায়রা বলেন, ‘‘শিক্ষা দফতরে কলেজ গড়ার আর্জি জানিয়ে বহু আগেই চিঠি দেওয়া হয়েছে। যে ভাবে হোক এই ব্লকে একটি কলেজ গড়তেই হবে।’’ পঞ্চায়েত সমিতির সভাপতি চুমকি মুখোপাধ্যায় কলেজ গড়তে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিডিও শুভ সিংহরায়।

অন্য বিষয়গুলি:

Laudoha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE