Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

আন্তঃজেলা সিনিয়র কবাডি দল গঠনের প্রস্তুতিতে কাটোয়ার ৮ খোলোয়াড়কে কোনও কারণ ছাড়াই যোগ না দিতে দেওয়ার অভিযোগ উঠল। কাটোয়া মহকুমা কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক রায়ের অভিযোগ, ‘‘গত ১৮ জানুয়ারি দুর্গাপরে অনুষ্ঠিত আন্তঃমহকুমা কবাডি চ্যাম্পিায়ানশিপে ওই ৮ খেলোয়াড় নির্বাচিত হন।

শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০২:২৫
Share: Save:

দল থেকে বাদ পড়ায় বিতর্ক

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আন্তঃজেলা সিনিয়র কবাডি দল গঠনের প্রস্তুতিতে কাটোয়ার ৮ খোলোয়াড়কে কোনও কারণ ছাড়াই যোগ না দিতে দেওয়ার অভিযোগ উঠল। কাটোয়া মহকুমা কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক রায়ের অভিযোগ, ‘‘গত ১৮ জানুয়ারি দুর্গাপরে অনুষ্ঠিত আন্তঃমহকুমা কবাডি চ্যাম্পিায়ানশিপে ওই ৮ খেলোয়াড় নির্বাচিত হন। রবিবার জেলা কবাডি অ্যাসোসিয়েশনের আমন্ত্রনপত্র নিয়ে প্রস্তুতিতে যোগ দিতে বর্ধমানের কালীবাজারের মাঠে যান তাঁরা কিন্তু কর্মকর্তারা তাঁদের তাড়িয়ে দেন বলে অভিযোগ।’’ যদিও জেলা কবাডি অ্যাসোশিয়েশনের অন্যতম কর্মকর্তা নেপাল সরকারের দাবি, ‘‘অশোকবাবুই তাঁর সঙ্গে আসা খেলোয়াড়দের প্রস্তুতিতে যোগ দিতে দেননি।’’ নেপালবাবু জানান, গত জানুয়ারি মাসে দুর্গাপুরের আন্তঃমহকুমা কবাডি প্রতিযোগিতায় ২ কর্মকর্তা কাটোয়ার দু’টি করে ছেলে ও মেয়েদের দল নিয়ে আসেন। একটি দলকে ফেরত পাঠানো হয়। তবে অশোকবাবুর নেতৃত্বাধীন দলটি খেলায় যোগ দিলেও প্রথম রাউন্ডে হেরে যায়। তবুও কয়েকজনের নাম প্রস্তুতিতে রাখা হয়। জেলা দল গঠনের প্রস্তুতিতে ওই ২ কর্মকর্তাকেই আবেদন জানানো হয়। কিন্তু অন্যজনকে দেখে অশোকবাবু ওই আট জনকে ট্রায়ালে যোগ দিতে দেননি।

ভলিবল লিগ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

রাজ্য অনূর্ধ্ব ১৩ মিনি ভলিবল লিগে ফের সফল বর্ধমান। এ বারের প্রতিযোগিতায় জিতেছে বর্ধমানের দু’টি দল। বর্ধমান সদর দল ২-০ সেটে হারায় কলকাতার অ্যাডভ্যান্স ভলিবল কোচিং কেন্দ্রকে। ওই একই ব্যবধানে শ্রীঅরবিন্দ কোচিং সেন্টার হারায় হাওড়ার সরস্বতী কোচিং সেন্টারকে। অনূর্ধ্ব ১৭ রাজ্য ভলিবল লিগে রবিবার বর্ধমান ২-১ সেটে হারায় বাকসারা অনুশীলন চক্রকে। এর আগে তারা দমদম স্পোটিং কমপ্লেক্সের কাছে ওয়াকওভার পায়। বর্ধমান সদর সিনিয়র ডিভিশন বাস্কেটবল লিগে জাতীয় সঙ্ঘ পরপর দু’টি জয় পেল। তারা সিএমএস স্পোর্টস ক্লাবকে ৭৩-৪৮ ও মিলনী সঙ্ঘকে ৬২-৫৬ পয়েন্টে হারায়। মিলননীকে ৪৯-৭৭ পয়েন্টে হারায় শিবাজি সঙ্ঘও।

জয়ী শ্রমিকনগর

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

হীরক রায় স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা ৪ রানে হারায় পলাশডিহা তরুণ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে শ্রমিকনগর ১৩০ রান করে। শ্রমিকনগরের হরি সরকার ৪০, বিশাল সাউ ৩৩ ও কল্যাণ চট্টোপাধ্যায় ২৭ রান করেন। জবাবে পলাশডিহার ইনিংস ১২৬ রান শেষ হয়ে যায়। পলাশডিহার কাশীনাথ গিরি ৫৬ রান করেন। শ্রমিকনগরের হরি সরকার ৪টি উইকেট নিয়ে খেলার সেরা নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন রামদেব প্রসাদ ও সচিদুলাল আঁকুড়িয়া।

বর্ধমানের জয়

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

রাজ্য অনূর্ধ্ব ১৩ মিনি ভলিবল লিগে সফল বর্ধমান। বর্ধমান সদর দল ২-০ সেটে হারায় কলকাতার অ্যাডভ্যান্স ভলিবল কোচিং কেন্দ্রকে। ওই একই ব্যবধানে শ্রীঅরবিন্দ কোচিং সেন্টার হারায় হাওড়ার সরস্বতী কোচিং সেন্টারকে। অনূর্ধ্ব ১৭ রাজ্য ভলিবল লিগে রবিবার বর্ধমান ২-১ সেটে হারায় বাকসারা অনুশীলন চক্রকে। আগে তারা দমদম স্পোটিং কমপ্লেক্সের কাছে ওয়াকওভার পায়। বর্ধমান সদর সিনিয়র ডিভিশন বাস্কেটবল লিগে জাতীয় সঙ্ঘ পরপর দু’টি জয় পেল। তারা সিএমএস স্পোর্টস ক্লাবকে ৭৩-৪৮ ও মিলনী সঙ্ঘকে ৬২-৫৬ পয়েন্টে হারায়। মিলনীকে ৪৯-৭৭ পয়েন্টে হারায় শিবাজি সঙ্ঘও।

হারল তরুণ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শ্রমিকনগর স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা ৪ রানে হারায় পলাশডিহা তরুণ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে শ্রমিকনগর ১৩০ রান করে। শ্রমিকনগরের হরি সরকার ৪০, বিশাল সাউ ৩৩ রান করেন। জবাবে পলাশডিহার ইনিংস ১২৬ রান শেষ হয়ে যায়। পলাশডিহার কাশীনাথ গিরি ৫৬ রান করেন। খেলা পরিচালনা করেন রামদেব প্রসাদ ও সচিদুলাল আঁকুড়িয়া।

দুর্গাপুরে ফুটবল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

তৃণমূল যুব কংগ্রেসের ১ নম্বর ব্লকের তরফে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা শুরু হল রবিবার। আয়োজকদেরক তরফে জানানো হয়েছে, পুরসভার ১৫টি ওয়ার্ড ও দুর্গাপুর-ফরিদপুর ব্লক থেকে মোট ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। প্রতিটি দলে ৪ জন করে নিজের ওয়ার্ডের খেলোয়াড় রাখা হয়েছে বলে জানান আয়োজকরা। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণেন্দু আচার্য, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পল্লব নাগ’রা জানান, এলাকার যুবকদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। এ দিনের প্রথম খেলায় ৫ নম্বর ওয়ার্ড ৩-১ গোলে হারায় ১ নম্বর ওয়ার্ডকে। দু’দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল।

জিতল বড়থল

নিজস্ব সংবাদদাতা • হিরাপুর

নব বিকাশ ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের একপেশে খেলায় জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা রবিবার নববিকাশ মাঠে নিরসা কোলিয়ারি ফুটবল দলকে ৫–১ গোলে হারায়। হ্যাটট্রিক করেন জয়ী দলের শান্তা বাহাদুর। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দাস।

উখড়ায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

ক্যারাটে প্রতিযোগিতায় সফলদের সংবর্ধনা দিল উখড়া স্পোর্টিং ক্লাব। শনিবার অনুষ্ঠানটি হয় আয়োজক ক্লাব প্রাঙ্গনে। উদ্যোক্তারা জানান, ক্যারাটের জাতীয় এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় বাংলার হয়ে সফল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় উদ্যোগপতি বিশ্বদীপ দে।

যুব তৃণমূল আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সূচনা। নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE