Advertisement
১৮ মে ২০২৪

থমকে কাজ, নয়া সভাপতি বাছতে ভোট

এক মাস আগে খুন হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তখন থেকে ফেরার মূল অভিযুক্ত পূর্ত কর্মাধক্ষ্য ও কয়েকজন সদস্য। সবমিলিয়ে কাজকর্ম প্রায় থমকে গিয়েছে কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতিতে। পরিস্থিতি সামালাতে সভাপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ০২:৪৬
Share: Save:

এক মাস আগে খুন হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তখন থেকে ফেরার মূল অভিযুক্ত পূর্ত কর্মাধক্ষ্য ও কয়েকজন সদস্য। সবমিলিয়ে কাজকর্ম প্রায় থমকে গিয়েছে কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতিতে। পরিস্থিতি সামালাতে সভাপতি নির্বাচনের দিন ঘোষণা করেছে প্রশাসন। আগামীকাল, মঙ্গলবার নির্বাচন হওয়ার কথা।

গত ১২ এপ্রিল সেলুন থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখ। রাতেই পূর্ত কর্মাধক্ষ্য জাহাঙ্গির শেখের বাড়িতে আগুন লাগানো হয়। একসময়ের জাহেরের ছায়াসঙ্গী বলে পরিচিত ১৫ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেন তাঁর ভাই বাদশা শেখ। নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে আর এক ভাই তাহের শেখও দাবি করেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। মৃত্যুর আগে জাহের কাঁটারি গ্রামের তুফান শেখ, লোটাস শেখ-সহ কয়েকজনের নাম বলে গিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার মধ্যে কর্মাধক্ষ্য জাহাঙ্গির, সদস্য মহম্মদ সহিদুল্লাহ পলাতক। এরপর থেকেই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আসাযাওয়া কমতে শুরু করে সদস্যদের। স্বাতী দাস, সামাদ মির্জাদের মতো সদস্যেরা অভিযোগ করেন, ‘‘সভাপতি থাকতেই আমাদের মতের দাম ছিল না। প্রয়োজনীয় নথিপত্রে শুধুমাত্র স্বাক্ষর করতাম। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য সভাপতিই যেখানে খুন হয়ে গেলেন সেখানে আমাদের নিরাপত্তা কোথায়!’’

এর মধ্যেই দায়িত্ব সামলাচ্ছিলেন সহ সভাপতি কণিকা সাহা। তাঁর অবশ্য দাবি, ‘‘চাষীদের ক্ষতিপূরণের কিছু দরখাস্ত পড়ে রয়েছে। বাকি কাজ ঠিকঠাকই চলছে।’’ জানা যায়, এই একমাসে সভাপতির অভাব মেটাতে বিধায়ক শেখ সাহানেওয়াজ ফি দিন কার্যালয়ে এসে কাজকর্ম দেখেন। সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেনয়। যদিও বিরোধীদের দাবি, সভাপতি ও দুই সদস্যের অনুপস্থিতিতে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভাতা দেওয়া— সব কাজ বন্ধ রয়েছে।

সিপিএমের কেতুগ্রাম জোনাল কমিটির সম্পাদক তমাল মাঝির দাবি, ‘‘এক মাস কোনও টেন্ডার হয়নি। সাধারণ বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’’ যদিও তা মানতে নারাজ বিধায়ক। তিনি বলেন, ‘‘কোনও সমস্যা নেই। কর্মাধক্ষ্য ছাড়া কি পঞ্চায়েত সমিতি চলে না?’’

প্রশাসন সূত্রে জানা যায়, গত সপ্তাহে পঞ্চায়েত সমিতির ২৩ জন সদস্যকে নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে নির্বাচনের কথা। সদস্যদের সম্মতিক্রমেই নতুন সভাপতি নির্বাচন হবেন। মহকুমাশাসক খুরশিদ আলি কাদরির আশ্বাস, ‘‘কাজের যেটুকু অসুবিধা হচ্ছিল তা মিটবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE