Advertisement
১৬ মে ২০২৪

নির্মল বাংলা প্রকল্প নিয়ে সভা কাটোয়ায়

আন্তর্জাতিক গঙ্গা দিবসে মিশন নির্মল বাংলা প্রকল্প রূপায়ন নিয়ে দু’দফায় আলোচনাসভা হয়ে গেল কেতুগ্রাম ও কাটোয়ায়। সোমবার কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির শাঁখাই ঘাট ও কাটোয়ার সংহতি মঞ্চে মহকুমার ৪৬টি পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে ওই আলোচনা হয়।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৭:৫৫
Share: Save:

আন্তর্জাতিক গঙ্গা দিবসে মিশন নির্মল বাংলা প্রকল্প রূপায়ন নিয়ে দু’দফায় আলোচনাসভা হয়ে গেল কেতুগ্রাম ও কাটোয়ায়। সোমবার কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির শাঁখাই ঘাট ও কাটোয়ার সংহতি মঞ্চে মহকুমার ৪৬টি পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে ওই আলোচনা হয়। সকাল ৯টা নাগাদ শাঁখাই ঘাটে আলোচনাসভায় ছিলেন মহকুমাশাসক মৃদুল হালদার, কাটোয়া ১-এর বিডিও মহম্মদ মারগুব ইলমি, ২-এর বিডিও শিবাশিস সরকার, কেতুগ্রাম ১ ব্লকের পঞ্চায়েত সভাপতি জাহির শেখ, জেলা পরিষদের অধ্যক্ষ বিকাশ চৌধুরী-সহ আরও অনেকে। মূলত গঙ্গাদূষণ রোধ ও ঘাটগুলোর স্বচ্ছতা নিয়েও পর্যালোচনা হয় সভায়। একটি সুলভ শৌচালয়েরও উদ্বোধন হয়। পরে বেলা ১১টায় কাটোয়ার সংহতি মঞ্চে পঞ্চায়েত, স্বাস্থ্য ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আলোচনায় এসডিও, বিডিওদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি মানস হালদার। বৈঠকে ঠিক হয়, কাটোয়ার গঙ্গা তীরবর্তী অগ্রদ্বীপ ও গাজীপুর পঞ্চায়েত ও কেতুগ্রামের সীতাহাটি ও মৌগ্রাম পঞ্চায়েতের শৌচাগার নির্মাণের কাজ আগামী ১৫ই অগস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেন ডেপুটি সেক্রেটারি। গ্রামে গ্রামে কমিউনিটি শৌচাগার তৈরী, খাওয়ার আগে হাত ধোয়া, আবর্জনা নিয়ন্ত্রণ ও প্রত্যেক বাড়িতে শৌচাগার নির্মাণের মতো বিষয়গুলোতেও জোর দেওয়া হয়। শৌচাগার নির্মাণ ও ব্যবহার না করলে শাস্তিমূলক জরিমানা করেছে কোন কোন পঞ্চায়েত তা-ও খোঁজ করেন সেক্রেটারি। জানা গিয়েছে, কাটোয়া ১ ব্লকের শ্রীখণ্ড পঞ্চায়েতে ৬৪১টি শৌচাগার গড়া বাকি আর গিধগ্রাম পঞ্চায়েতে মাত্র ১৪টি শৌচাগার তৈরি বাকি। বিদ্যালয়গুলোর শৌচাগার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর স্বচ্ছতার বিষয়েও বিশেষ নজর রাখতে বলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Katwa Nirmal Bangla Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE