Advertisement
১৬ মে ২০২৪

ট্রান্সফর্মার বিকল, সমস্যা

৩০টির বেশি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে কালনা মহকুমায়। এর ফলে বেশ কিছু গ্রামে অন্ধকার নামার পাশাপাশি সেচ প্রকল্পও অকেজো হয়ে পড়েছে। যার জেরে আমন মরসুমের শুরুতেই চাষের জল পেতে সমস্যায় পড়ছেন চাষিরা। বিদ্যুৎ বণ্টন সংস্থার কালনা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফর্মার বিকলের সংখ্যা বেশী ধাত্রীগ্রাম এবং পূর্বস্থলী এলাকায়। সোমবার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, রমজােনর সময় বেশ কয়েকটি গ্রামে এই সমস্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৪২
Share: Save:

৩০টির বেশি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে কালনা মহকুমায়। এর ফলে বেশ কিছু গ্রামে অন্ধকার নামার পাশাপাশি সেচ প্রকল্পও অকেজো হয়ে পড়েছে। যার জেরে আমন মরসুমের শুরুতেই চাষের জল পেতে সমস্যায় পড়ছেন চাষিরা।

বিদ্যুৎ বণ্টন সংস্থার কালনা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফর্মার বিকলের সংখ্যা বেশী ধাত্রীগ্রাম এবং পূর্বস্থলী এলাকায়। সোমবার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, রমজােনর সময় বেশ কয়েকটি গ্রামে এই সমস্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার দাবি, এখন নতুন সংযোগ দেওয়া হলেই কেবল নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়। কোনও জায়গায় ট্রান্সফর্মার বিকল হলে সেখানে অন্য সারানো ট্রান্সফর্মার পাঠানো হয়। এই রকম ট্রান্সফর্মারের জোগান তুলনায় কম থাকায় সমস্যা তৈরি হয়েছে।

সংস্থার কালনা ডিভিশনে মে মাসে ৫৭ এবং জুনে ৫৯টি ট্রান্সফরমার বিকল হয়েছিল। কালনার ডিভিশনাল ইঞ্জিনিয়ার চঞ্চল বিশ্বাস বলেন, ‘‘বহু জায়গাতেই কাছাকাছি অন্য ট্রান্সফর্মার থেকে সংযোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। চেষ্টা চলছে পুরো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalna transformer farmar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE