Advertisement
১৭ মে ২০২৪
Minor

Minor Girl: নাবালিকার বিয়ে স্থির, উদ্ধার করে মাধ্যমিক পরীক্ষায় বসাল ভাতার থানার পুলিশ

বেরুয়াগ্রামের মাহাতা হাইস্কুলের ছাত্রী ওই নাবালিকা। পরিবারের লোকজন বিয়ের বন্দোবস্ত করেছিলেন পূর্ব বর্ধমানের তালিতের যুবকের সঙ্গে।

নাবালিকার বিয়ে রুখল পুলিশ।

নাবালিকার বিয়ে রুখল পুলিশ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ভাতার শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৬:৪৫
Share: Save:

পুলিশের তৎপরতায় বন্ধ হল নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর বিয়ে। সোমবার পুলিশের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষায় বসল ওই ছাত্রী। এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বেরুয়াগ্রামে।
বেরুয়াগ্রামের মাহাতা হাইস্কুলের ছাত্রী ওই নাবালিকা। রবিবার রাতে তার পরিবারের লোকজন বিয়ের বন্দোবস্ত করেছিলেন পূর্ব বর্ধমানের তালিতের এক যুবকের সঙ্গে। মেয়ের বাড়িতেও হাজির হয় পাত্রপক্ষ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ওই রাতেই তার বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করে। ওই পরীক্ষার্থী যাতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে সেই নির্দেশও দেওয়া হয় তার পরিবারকে।

ভাতার থানার ওসি সৈকত মণ্ডলের কথায়, ‘‘রবিবার রাতে আমাদের কাছে খবর আসে, এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী ওই নাবালিকার পরিবারের সদস্যেরা হঠাৎ তার বিয়ের বন্দোবস্ত করেছে। তড়িঘড়ি সেখানে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। মেয়েটি যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে, সে জন্য তার পরিবারের লোকজনকে বোঝানো হয়। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ওই ছাত্রীকে বাড়ি থেকে স্কুলেও পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীর যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য স্থানীয় বিডিও এবং চাইল্ডলাইনের আধিকারিকদেরও জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE