Advertisement
২০ মে ২০২৪

বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মানছেন মন্ত্রী

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার বর্ধমানে জেলা পরিষদের অঙ্গীকার হলে আয়োজিত একটি বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা চালানো হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০০:৪২
Share: Save:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার বর্ধমানে জেলা পরিষদের অঙ্গীকার হলে আয়োজিত একটি বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা চালানো হচ্ছে।’’

বর্ধমান জেলায় ৯২৭৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রের নিজস্ব ঘর না থাকায় স্থানীয় ক্লাবঘরেই চলছে যাবতীয় কাজ। তা ছাড়া জেলা জুড়ে সহায়িকা ও সুপারভাইজার পদে কোনও নিয়োগও হচ্ছে না বলেও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ। যদিও জেলা অঙ্গনওয়াড়ি মনিটারিং ও সিলেকশন কমিটির চেয়ারম্যান স্বপনবাবুর বক্তব্য, ‘‘নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে আইনগত কিছু সমস্যা রয়েছে। সমস্যা মিটলেই নিয়োগ শুরু হবে।’’ এর আগে গত ১২ জুন, শুক্রবার সরকারি কর্মীর স্বীকৃতি দান, পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন দাবিতে বর্ধমানে জেলাশাসকের দফতরে বিক্ষোভও অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক বণমালি হাজরা, বিশ্বজিৎ কুণ্ডু, উজ্জ্বল প্রামাণিক, আবু হাসেম মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

swapan debnath anganwadi center burdwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE