Advertisement
০৬ মে ২০২৪
gambling

জুয়া খেলাতে গিয়ে আসানসোলে হাতেনাতে ধরা পড়লেন দুই পুলিশকর্মী

স্থানীয়দের দাবি, বহু দিন ধরেই এই ধরনের জুয়ার আসর বসছিল। এবং তার নেপথ্যে ছিলেন ওই অভিযুক্ত এএসআই ও সাব-ইনস্পেক্টর।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২৩:১০
Share: Save:

জুয়া খেলাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন আসানসোলের হিরাপুর থানার এএসআই ও একজন সাব-ইন্সপেক্টর। বহিরাগত কিছু লোককে নিজেদের বাড়িতে ডেকে এনে তাঁরা ওই আসর বসিয়ে ছিলেন বলে অভিযোগ। বুধবার সন্ধ্যে নাগাদ অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করেন খোদ আসানসোল ও দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর, এমনটাই খবর পুলিশ সূত্রে। যদিও এই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে বিশেষ মন্তব্য করতে চাননি।

স্থানীয়দের দাবি, বহু দিন ধরেই এই ধরনের জুয়ার আসর বসছিল। এবং তার নেপথ্যে ছিলেন ওই অভিযুক্ত এএসআই ও সাব-ইনস্পেক্টর। এ বিষয়ে এলাকাবাসী একাধিক বার অভিযোগও জানিয়ে এসেছেন। তাঁদের অনুমান, এই কারণেই হয়তো বুধবার অভিযান চালানো হয়েছে। যদিও অজয় ঠাকুর অবশ্য জানিয়েছেন, এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তিনি কিছু বলবেন না।

প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব পাওয়ার জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন তিনি। তাতে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gambling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE