Advertisement
১৯ মে ২০২৪
woman

Bardhaman: টাকা ভর্তি ব্যাগ পড়ে গিয়েছিল রাস্তায়, ফিরিয়ে দিল ট্র্যাফিক পুলিশ

এক জন রিকশাচালক ব্যাগটি কুড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে ব্যাগটি নিয়ে জমা রাখেন ট্র্যাফিক পুলিশের কর্মী নুরুল হাসান।

ট্র্যাফিক পুলিশের তরফে মহিলাকে ব্যাগ ফিরিয়ে দেওয়া হচ্ছে।

ট্র্যাফিক পুলিশের তরফে মহিলাকে ব্যাগ ফিরিয়ে দেওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২০:৪৯
Share: Save:

অসাবধানে পড়ে গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ। হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে। শেষে ত্রাতা হলেন ট্র্যাফিক পুলিশ। মহিলাকে টাকা ভর্তি ব্যাগই ফিরিয়ে দিলেন তিনি।

বর্ধমানের ২ নম্বর শাঁখারি পুকুর এলাকার ঘটনা। বেসরকারি নার্সিংহোমে কর্মরত আন্না অধিকারীর টাকা ভর্তি ব্যাগ খোয়া যায়। শুক্রবার দুপুরে কার্জনগেট দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাগে প্রায় তিন হাজার টাকা ছিল।

সেই সময় অসাবধানতাবশত ব্যাগটি হাত পড়ে যায় আন্নাদেবীর। তা বুঝতে পেরেই হন্যে হয়ে ব্যাগ খুঁজতে শুরু করেন তিনি। কার্জনগেটের এক মহিলা ট্র্যাফিক পুলিশকে জানান বিষয়টি। তার পরই ট্র্যাফিক পুলিশের তরফে ব্যাগটি টাকা সমেত তাঁর হাতে তুলে দেওয়া হয়।

ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, নুরুল হাসান মল্লিক নামের তাদের এক কর্মী ব্যাগটি পড়ে থাকতে দেখেন রাস্তায়। দেখেন, এক জন রিকশাচালক ব্যাগটি কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর কাছ থেকে ব্যাগটি নিয়ে ট্র্যাফিক পুলিশের দফতরে জমা দেন। ওই মহিলা খোঁজ করতে এলে, প্রমাণপত্র মিলিয়ে তাঁর হাতে সেটি তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

woman Bardhaman Traffic Police Purse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE