Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

জেলা প্রথম ডিভিশন ক্রিকেট লিগে শিবাজি সঙ্ঘ তাদের চতুর্থ ম্যাচে ৮ উইকেটে হারাল দিলীপ স্মৃতি সঙ্ঘকে। এই নিয়ে টানা ৫টি ম্যাচে হারল দিলীপ স্মৃতি সঙ্ঘ। প্রথমে ব্যাট করে দিলীপ ৩৫ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে। বাপ্পদিত্য চট্টোপাধ্যায় ২৭ রান ও সুনন্দ গোস্বামী ২২ রান করেন। শিবাজির শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ২৮ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে শিবাজি ২২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ০০:৪৮
Share: Save:

পরিচয়পত্রে গোলমাল, নালিশ জেলায়

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

জেলা প্রথম ডিভিশন ক্রিকেট লিগে শিবাজি সঙ্ঘ তাদের চতুর্থ ম্যাচে ৮ উইকেটে হারাল দিলীপ স্মৃতি সঙ্ঘকে। এই নিয়ে টানা ৫টি ম্যাচে হারল দিলীপ স্মৃতি সঙ্ঘ। প্রথমে ব্যাট করে দিলীপ ৩৫ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে। বাপ্পদিত্য চট্টোপাধ্যায় ২৭ রান ও সুনন্দ গোস্বামী ২২ রান করেন। শিবাজির শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ২৮ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে শিবাজি ২২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে। গীতিময় বসু ৭৯ রানে অপরাজিত থাকেন। অন্য ম্যাচে জাতীয় সঙ্ঘ ১৪৯ রানে পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে জাতীয় সঙ্ঘ ৪০ ওভারে ৬ উইকেটে ৬ উইকেটে ২৮৯ রান করে। দলের উত্তম যশ ১১৩ ও রহমত গায়েন ৮০ রান করেন। নেতাজির সাগর বাল্মিকী ৫০ রানে ২ উইকেট দখল করেন। জবাবে নেতাজি ৩৪.৫ ওভারে ১৪০ রানে অল আউট হয়ে যায়। জিৎ চট্টোপাধ্যায় অপরাজিত ৫৭ করেন। জাতীয় সঙ্ঘের সজল সরকার ১৬ রানে ৩ উইকেট ও সন্দীপ মুন্দ্রা ২১ রানে ৩ উইকেট পান। এই খেলার শুরুতে ক্রিকেটারদের পরিচয়পত্র পরীক্ষার সময় ওই ম্যাচের আম্পায়ার অভীক চক্রবর্তী ও অরুণ ঘোষ দেখেন নেতাজি সঙ্ঘের অধিনায়ক দেবেন্দ্র মাহাতো-সহ ওই দলের তিন জন ক্রিকেটারের ছবিতে জেলা ক্রীড়া সংস্থার সিলমোহর নেই। অথচ নিয়ম অনুসারে এই সিলমোহর থাকা বাধ্যতামূলক। নেতাজি সঙ্ঘের অন্য ক্রিকেটারদের অনুরোধে তাঁদের খেলতে দেওয়া হয়। তবে ম্যাচ শেষে ওই তিন ক্রিকেটারের পরিচয়পত্র আটক করা হয়েছে। আম্পায়াররা জানান, এর আগেও সিলমোহরহীন ওই পরিচয়পত্র নিয়ে খেলেছেন ওই তিন ক্রিকেটার। বিষয়টি জেলা ক্রীড়া সংস্থাকে জানানো হবে।

হারল কালনা কলেজ

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটে হুগলির অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ৮ উইকেটে বর্ধমানের কালনা কলেজকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে কালনা করে ১৩.৫ ওভারে মাত্র ৩৭ রানে অল আউট হয়ে যায়। অঘোরকামিনীর সৌরভ রায় ও তন্ময় সাঁতরা যথাক্রমে ২ ও ১০ রান দিয়ে ৪টি করে উইকেট দখল করেন। পরে অঘোরকামিনী ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। প্রতিযোগিতার অন্য ম্যাচে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ৭ রানে হারিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি ইন্সটিটিউট অব টেকনোলজিকে (ইউআইটি)। প্রথমে ব্যাট করে বাঁকুড়া ৩১.৪ ওভারে ১০৫ রান করে। দলের জয় ভকত করেন ১৯ রান। ইউআইটির মহম্মদ আদিল ২১ রানে ৩ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে এক সময় ইউআইটির রান ছিল ৪ উইকেটে ৯২ রান। কিন্তু তারপর পরপর ৬টি উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ৯৮ রানে অল আউট হয়ে যায় তারা। রাহুল সিংহ ২৫ ও পরিতোষ মণ্ডল ২১ রান করেন। খ্রিস্টান কলেজের মানস আচার্য ১৮ রানে ২ উইকেট দখল করেন।

চ্যাম্পিয়ন অশোক সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সিনিয়র ডিভিশন নক আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল রানিগঞ্জ অশোক সঙ্ঘ। মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে তারা বরাকর ক্রীড়াঙ্গনকে ৯ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে বরাকর ৮৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে অশোক সঙ্ঘ জয়ের রান তুলে নেয়।

জিতল অশোক

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

প্রথম ডিভিশন ক্রিকেট। —নিজস্ব চিত্র।

সিনিয়র ডিভিশন নক আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল রানিগঞ্জ অশোক সঙ্ঘ। মঙ্গলবার আসানসোল স্টেডিয়ামে তারা বরাকর ক্রীড়াঙ্গনকে ৯ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে বরাকর ৮৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে অশোক সঙ্ঘ জয়ের রান তুলে নেয়।

পলাশডিহার হার

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগে মঙ্গলবারের খেলায় জিতল শিবাজি সন্মেলনী। শিবাজি সন্মেলনীর মাঠে হওয়া ওই খেলায় খেলায় তারা হারায় পলাশডিহা তরুণ সঙ্ঘকে। আয়োজকরা জানান, শিবাজি ৩-০ সেটে হারায় পলাশজিহাকে।

জিতল শিবাজি

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগে মঙ্গলবারের খেলায় জিতল শিবাজি সন্মেলনী। শিবাজি সন্মেলনীর মাঠে হওয়া খেলায় তারা ৩-০ সেটে হারায় পলাশডিহা তরুণ সঙ্ঘকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE