Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

রাজ্য ক্রীড়া দফতর আয়োজিত রাজীব গাঁধী খেল অভিযানে জেলা স্তরের কবাডি ও খোখো প্রতিযোগিতা শেষ হল। কবাডিতে ৩৭টি ও খোখোতে ২২টি ব্লক অংশ নেয়। কবাডির অনূর্ধ্ব ১৬ ছেলেদের বিভাগের ফাইনালে দুর্গাপুর-ফরিদপুর ব্লক ৪০-৩০ পয়েন্টে পূর্বস্থলী ১ ব্লককে হারায়। এই বিভাগে তৃতীয় হয়েছে মেমারি ১ ব্লক। অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল কাঁকসা ব্লক। ফাইনালে ভাতারকে তারা ৪২-৩৬ পয়েন্টে হারায়।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৫
Share: Save:

শেষ হল জেলা কবাডি-খোখো

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

রাজ্য ক্রীড়া দফতর আয়োজিত রাজীব গাঁধী খেল অভিযানে জেলা স্তরের কবাডি ও খোখো প্রতিযোগিতা শেষ হল। কবাডিতে ৩৭টি ও খোখোতে ২২টি ব্লক অংশ নেয়। কবাডির অনূর্ধ্ব ১৬ ছেলেদের বিভাগের ফাইনালে দুর্গাপুর-ফরিদপুর ব্লক ৪০-৩০ পয়েন্টে পূর্বস্থলী ১ ব্লককে হারায়। এই বিভাগে তৃতীয় হয়েছে মেমারি ১ ব্লক। অনূর্ধ্ব ১৬ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল কাঁকসা ব্লক। ফাইনালে ভাতারকে তারা ৪২-৩৬ পয়েন্টে হারায়। তৃতীয় স্থান পায় অন্ডাল। মহিলা কবাডির ফাইনালে বর্ধমান ১ ব্লক ৩৬-২৮ পয়েন্টে হারাল কাটোয়া মহকুমাকে। এই বিবাগে তৃতীয় স্থান পায় কবাডি কোচিং সেন্টার। প্রতিযোগিতাটি হয়েছে কালিবাজার কবাডি অ্যাসেসিয়েশন মাঠে। সিএমএস বাবুরবাগ স্কুলে আয়োজিত অন্ত: ব্লক অনূর্ধ্ব১৬ খোখো প্রতিযোগিতার বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল ভাতার ব্লক। ছেলেদের বিভাগে ভাতার এক ইনিংস ও ৬ পয়েন্টে হারায় বর্ধমান ১ ব্লককে। মেয়েদের বিভাগে তারা ৮-৪ পয়েন্টে হারায় আউশগ্রাম ২ ব্লককে। মহিলা খোখোতে চ্যাম্পিয়ান হয়েছে বর্ধমান।

আন্তঃকলেজ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ফুটবলে ভাতারের দাশরথি হাজরা স্মৃতি মহাবিদ্যালয় ৩-০ গোলে বাঁকুড়া চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাদের পরের খেলা রাজ কলেজ ও কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বিরুদ্ধে।

জয়ী দীপালি

নিজস্ব সংবাদদাতা • কালনা

মহকুমা ফুটবল লিগে শুক্রবার বড় ব্যবধানে জিতল কালনা শহরের দীপালি সঙ্ঘ। এ দিন বৈদ্যপুর রিয়াল ক্লাবকে ৭-০ গোলে হারায় তারা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দীপালি। মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ দিনের জয়ের পর দীপালি সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE