Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

পূর্বাঞ্চল জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার। দুর্গাপুরের সিধো-কানহু স্টেডিয়ামে এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করার কথা ছিল রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়ের।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ০১:২০
Share: Save:

দুর্গাপুরে জাতীয় র‌্যাঙ্কিং টেবিল টেনিসের আসর

পূর্বাঞ্চল জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার। দুর্গাপুরের সিধো-কানহু স্টেডিয়ামে এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করার কথা ছিল রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়ের। তবে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক দেবীপ্রসাদ বসু, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিদর্শক পি গণেশন, দুর্গাপুরের মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ। প্রতিযোগিতা চলবে ৬ দিন ধরে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রথম দু’দিন ক্যাডেট ও সাব জুনিয়র, পরের তিন দিন জুনিয়র ও ইয়ুথ এবং শেষ দু’দিন ইয়ুথ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচশো প্রতিযোগী যোগ দিচ্ছেন। রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবীপ্রসাদবাবু জানান, এর আগে চার বার বোলপুরে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। আগে প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল সাড়ে ৫ লক্ষ টাকা। পুরুষদের তুলনায় মহিলাদের পুরস্কারমূল্য কম ছিল। এ বার সেই বৈষম্য দূর করা হয়েছে বলে জানান দেবীপ্রসাদবাবু। এর ফলে মোট পুরস্কারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকায়। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিদর্শক পি গণেশন আয়োজনের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। মেয়র অপূর্ববাবু জানান, ইতিমধ্যে এই স্টেডিয়ামে টেবিল টেনিসের প্রশিক্ষণ শিবির চালু হয়েছে। উদ্বোধনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শহরের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা। প্রথম দিন রাজ্যের চার এবং অন্য রাজ্যর ১৬ জন মহিলা সাব-জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের সাব-জুনিয়র বিভাগে এ রাজ্যের ৭ জন এবং অন্য রাজ্যের ২১ জন যোগ্যতা অর্জন করেছে।

জিতল দাঁইহাট

কেতুগ্রামের রসুই তরুণ সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার টাইব্রেকারে ৬-৫ গোলে বীরভূমের পারুল সঙ্ঘকে হারায় তারা। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১। ওই প্রতিযোগিতার সোমবারের খেলায় ধাত্রীগ্রাম যুব সঙ্ঘ ৪-০ গোলে গুসকরা লোকনাথ সঙ্ঘকে হারিয়ে দেয়। ধাত্রীগ্রামের হয়ে হ্যাটট্রিক করেন প্রতাপ মণ্ডল।

অমীমাংসিত খেলা

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিসন ফুটবল লিগের মঙ্গলবারের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হল। কালাঝরিয়া মাঠে হওয়া ওই খেলায় মুখোমুখি হয় সিধুকানহু বীরবাঁও গাওতা ও ধেনুয়া নেতাজী সঙ্ঘ।

স্মৃতি ফুটবল

চুরুলিয়া বিশ্ববন্ধু ক্লাব আয়োজিত কালোসোনা রুইদাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়, মঙ্গলবারের খেলায় জিতল বার্নপুর একাদশ। নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে হওয়া ওই খেলায় তারা ঝাড়খণ্ড একাদশকে সাডেন ডেথে ৬-৫ গোলে হারাল। নির্ধারিত সময়ে কোনও গোল হয় নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE