Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হল। বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হওয়া ওই শিবিরে মোট ৩০ জন খেলোয়াড় যোগ দেন। স্টেট কাউন্সিলের প্রশিক্ষক মৃণাল চৌধুরীর তত্ত্বাবধানে আগামী ২ মাস ধরে ওই শিবির চলবে।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৪ ০০:৪৪
Share: Save:

প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

প্রশিক্ষণ শিবির, স্পন্দন স্টেডিয়ামে।—নিজস্ব চিত্র।

বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হল। বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হওয়া ওই শিবিরে মোট ৩০ জন খেলোয়াড় যোগ দেন। স্টেট কাউন্সিলের প্রশিক্ষক মৃণাল চৌধুরীর তত্ত্বাবধানে আগামী ২ মাস ধরে ওই শিবির চলবে। এই শিবিরের ফলে ভবিষ্যতে ভালো খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব ও প্রক্তন খেলোয়াড় দেবাশিস কোনার।

দল নির্বাচন

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

অজয় ঘোষ ট্রফির জন্য দল নির্বাচন করতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ থেকে মোট ২৬ জন পড়ুয়াদের নিয়ে তৈরি হল ক্রিকেটের প্রস্তুতি শিবির। বর্ধমানের মোহনবাগান মাঠে ওই শিবির চলবে। চলতি মাসের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অজয় ঘোষ ট্রফির খেলাগুলি চলবে। ২৬ জন খেলোয়াড়দের থেকে চূড়ান্ত দল নির্বাচিত হবে।

জিতল রাজু একাদশ

নিজস্ব সংবাদদাতা • চুরুলিয়া

বিশ্ববন্ধু ক্লাব আয়োজিত কালোসেনা রুইদাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বীরভূমের রাজু একাদশ। চুরুলিয়া নবকৃষ্ণ উচ্চবিদ্যালয় মাঠে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে কালনা বুলেট ক্লাব একাদশকে হারাল। নির্ধারিত সময়ে কোনও গোল হয় নি। খেলা পরিচালনায় ছিলেন, অনিমেষ দাস, অরুণ রায় ও সুখেন্দু বন্দ্যোপাধ্যায়।

অনূর্ধ্ব ১৬ ফুটবল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল লিগে, বুধবারের খেলায় জিতল শান্তি স্পোর্টিং ক্লাব। এ দিন পলাশডিহা মাঠে হওয়া ওই খেলায় তারা ৯-১ গোলে হারাল অগ্রণীকে। শান্তি স্পোর্টিং খেলার প্রথমার্ধে ৪টি ও দ্বিতীয়ার্ধে ৫টি গোল করে। শ্রীকান্ত খাঁ ও বিশ্বজিৎ হাজরা হ্যাটট্রিক করেন। অগ্রণীর সুজিত বাউড়ি ৫৫ মিনিটে একটি গোল শোধ করে। খেলা পরিচালনায় ছিলেন জিতেন রুইদাস, আশিস দাস ও বরুণ দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE