Advertisement
১৯ মে ২০২৪

খেলার টুকরো খবর

সারা বাংলা আমন্ত্রণমূলক কবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে উত্তর ২৪ পরগনার ইছাপুর ও মহিলা বিভাগে হুগলি চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগের ফাইনালে ইছাপুর ২৪-১০ পয়েন্টে হারায় হুগলির চন্দননগরকে।

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০১:৪৭
Share: Save:

কবাডিতে হারল বর্ধমান

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

সারা বাংলা আমন্ত্রণমূলক কবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে উত্তর ২৪ পরগনার ইছাপুর ও মহিলা বিভাগে হুগলি চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগের ফাইনালে ইছাপুর ২৪-১০ পয়েন্টে হারায় হুগলির চন্দননগরকে। মহিলা বিভাগের ফাইনালে হুগলি ১৩-১২ পয়েন্টে কলকাতার ন’পাড়া মিত্র সঙ্ঘকে হারায়। দু’টি বিভাগেই তৃতীয় হয়েছে হুগলি ও কলকাতার সরস্বতী ক্লাব। দুই বিভাগেই সেমিফাইনালেই উঠতে পারেনি বর্ধমান। খেলাগুলি হয় বড়নীলপুর মিলন সঙ্ঘ মাঠে।

চ্যাম্পিয়ন বর্ধমান

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল লিগের সোমবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। এ দিন লালময়দানের খেলায় দুর্গাপুর হিরোজ ও অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খেলায় কোনও গোল হয়নি। খেলা পরিচালনাটি করেন বরুণ দাস, রবীন্দ্রনাথ সোরেন ও বিপিন মণ্ডল। দু’দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

জিতল ইন্দ্রজিৎ

নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর

কুমারডিহি উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল রামনগর ইন্দ্রজিৎ অ্যাকাডেমি। এ দিন তারা কুমারডিহি মাঠে সরপিগ্রাম ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দেয়। গোল দু’টি করেন অর্জুন সোরেন ও আকাশ মল্লিক। এ দিন অনেকগুলি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সরপিগ্রামের ফুটবলাররা। তুলনায় ভাল খেলেছে ইন্দ্রজিৎ।

বিইউসির হার

নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন

শিবাজী সঙ্ঘ আয়োজিত মনোরঞ্জন সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় মেমারির জয়দীপ একাদশ। এ দিন তারা স্থানীয় শ্রীলতা মাঠে বিইউসিকে ৪-০ গোলে হারিয়ে দেয়। এই একপেশে ম্যাচে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল জয়দীপ একাদশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bard khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE